For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের থাবায় প্রথম মৃত্যু বাংলাদেশে! আরও সতর্ক রাজ্য

Google Oneindia Bengali News

করোনায় প্রথম মৃত্যু বাংলাদেশে। ঢাকা মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ৭০ বছর বয়সী সেই বৃদ্ধের। বাংলাদেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এদের মধ্যে ৪ জন ইতিমধ্যেই সেরে উঠেছেন বলে জানা গিয়েছে।

করোনার জেরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বাতিল

করোনার জেরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বাতিল

এর আগে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবউর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেদেশে যাওয়ার কথা থাকলেও পরে সেই সফর বাতাল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বাংলাদেশে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের টি-২০ সিরিজও বাতিল হয়ে যায় করোনা ভাইরাসের প্রকোপের জেরে। এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত।

উপমহাদেশে ভারতের বাইরে এই প্রথম করোনার জেরে মৃত্যু

উপমহাদেশে ভারতের বাইরে এই প্রথম করোনার জেরে মৃত্যু

উপমহাদেশে করোনা ভাইরাসের মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হয় কয়েকদিন আগেই। প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছা প্রকাশের পরই এই বৈঠকের বিষয়ে সাড়া পাকিস্তান সহ দেয় সবকটি দেশ। সেখানে মোদী প্রধানমন্ত্রী বলেন, প্রস্তুত হন, কিন্তু আতঙ্কিত হবেন না। সবাইকেই একসঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন তিনি। সেই বৈঠকের পরে এবার ভারতের বাইরে উপমহাদেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল।

বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের বিষয়ে বলতে গিয়ে সরাকরের তরফে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১০। কিন্তু গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪। নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। একজন আগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। আর বাকি তিনজন বিদেশ থেকে এসেছেন। তাঁদের মধ্যে দুজন ইতালি থেকে এবং একজন কুয়েত থেকে এসেছেন।

বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারি

বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারি

দেশে যাতে কোনও ভাবে আর এই ব্যধি না ছড়ায় তার জন্য কড়া নজরদারি চলছে সীমান্তে। এহেন পরিস্থিতিতে বৈধ নথি থাকা সত্ত্বেও গত সপ্তাহের শুক্রবার একদল বাংলাদেশিকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। তাদের শরীরের করোনা ভাইরাস রয়েছে সন্দেহেই তাদের আটকানো হয়েছে বলে জানানো হয়। আখাউড়া সীমান্তে আসা সেই দলে ৪০ থেকে ৪৫ জন ছিলেন।

English summary
first casualty in bangladesh related to coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X