For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সান্না ম্যারিন: বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফিনল্যান্ডের যে তরুণী

সান্না ম্যারিন: বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফিনল্যান্ডের যে তরুণী

  • By Bbc Bengali

সান্না ম্যারিন হতে যাচ্ছেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
Reuters
সান্না ম্যারিন হতে যাচ্ছেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

সান্না ম্যারিনের বয়স মাত্র ৩৪ এবং তিনিই হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী।

চলতি সপ্তাহেই তিনি শপথ নিতে যাচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে।

মূলত নারীদের নেতৃত্বে থাকা একটি কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

বর্তমানে তিনি দেশটির পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করছেন।

প্রধানমন্ত্রী আনত্তি রিনি পদত্যাগের পর সান্না ম্যারিনকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে তার দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি।

নারীদের নেতৃত্বে থাকা পাঁচটি দলের সমন্বয়ে গঠিত একটি মধ্য-বাম ধারার কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিবেন তিনি।

ডাক বিভাগের ধর্মঘট মোকাবেলাকে কেন্দ্র করে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন মিস্টার রিনি।

এখন সান্না ম্যারিন যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তখন তিনি হবে এ মূহুর্তে বিশ্বের সবচেয়ে কম বয়েসী প্রধানমন্ত্রী।

কমবয়সী সরকার প্রধানদের মধ্যে এ মূহুর্তে আছেন নিউজিল্যান্ডের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এবং ইউক্রেনের ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী ওলেকসি হোনচারুক।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

যে দশটি বই জীবনে একবার হলেও পড়া উচিত

দুর্নীতির টাকার বেশিরভাগ বিনিয়োগ ফ্ল্যাটে আর জমিতে

রোহিঙ্গা গণহত্যার জবাব দিতে হেগের পথে সু চি

শিল্পকর্মের লাখ ডলারের কলাটি খেয়ে ফেললেন এক শিল্পী

https://twitter.com/hashtag/newgeneration?src=hash&ref_src=twsrc%5Etfw

খুবই অল্প ভোটের ব্যবধানে আস্থা ভোটে জয়ী হয়ে মিস ম্যারিন সাংবাদিকদের বলেছেন, "আস্থা পুনর্গঠনে আমাদের অনেক কাজ করতে হবে"।

তার বয়স নিয়ে প্রশ্ন ছিলো সাংবাদিকদের তরফ থেকে কিন্তু সেটি তিনি উড়িয়ে দিয়েছেন।

বলেছেন, "আমি কোনোদিন আমার বয়স বা লিঙ্গ নিয়ে ভাবিনি। আমি যে কারণে রাজনীতিতে এসেছি তা নিয়েই ভেবেছি এবং সে কারণেই আমাকে ভোট নিয়ে নির্বাচিত করেছে মানুষ"।

মিস ম্যারিন হবেন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

গত এপ্রিলের সাধারণ নির্বাচনে তার দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয় আর সে কারণেই তার দল প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিতে পারে যিনি কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিবেন।

ফিনিশ ব্রডকাস্টার ওয়াইএলই'র তথ্য অনুযায়ী সান্নে ম্যারিন সিঙ্গেল মায়ের সন্তান। তার পরিবারে তিনিই প্রথম যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

প্রসঙ্গত, ফিনল্যান্ড এ মূহুর্তে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্বে আছে।

আরো খবর:

দুর্নীতির টাকার বেশিরভাগ বিনিয়োগ ফ্ল্যাটে আর জমিতে

রোহিঙ্গা গণহত্যার জবাব দিতে হেগের পথে সু চি

রোহিঙ্গা শিবিরে সহিংসতার মূলে ইয়াবার টাকার ভাগ

English summary
Finland's girl Sanna Marin will be the world youngest Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X