For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকীয় দায়িত্ব থেকে অবসরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্স ফিলিপ

ব্রিটেনের রানীর স্বামী শিগগিরই সব ধরনের সামাজিক কর্মকাণ্ড থেকে সরে যাচ্ছেন। প্রিন্স ফিলিপ নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং রানী এলিজাবেথ তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন বলে রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে।

  • By Bbc Bengali

রানী ও ডিউক অব এডিনবরা
AFP/getty
রানী ও ডিউক অব এডিনবরা

ব্রিটেনের প্রিন্স ফিলিপ সামনের শরত মাস থেকেই সব ধরনের রাজকীয় দায়-দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেবেন।

বাকিংহাম প্যালেস থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। প্রিন্স ফিলিপ নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং রানী এলিজাবেথ তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন বলে রাজপ্রাসাদের মুখপাত্র জানিয়েছেন।

ডিইক অব এডিনবরাহ প্রিন্স ফিলিপ আগামী মাসেই ৯৬ বছরে পদার্পণ করবেন।

এখন থেকে অগাস্ট মাস পর্যন্ত পূর্ব নির্ধারিত অনুষ্ঠানগুলোতে তিনি অংশ নেবেন। কিন্তু এরপর নতুন করে কোনও নিমন্ত্রণ তিনি গ্রহণ করবেন না।

তবে রানী এলিজাবেথ সব ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

প্রিন্স ফিলিপ।
Getty Images
প্রিন্স ফিলিপ।

২০১৬ সালে ১১০ দিন কাজে ব্যস্ত ছিলেন প্রিন্স ফিলিপ, যা তাকে ব্রিটিশ রাজ পরিবারের মধ্যে ব্যস্ততার দিক থেকে ৫ম ব্যক্তির অবস্থানে নিয়ে গেছে।

তিনি প্রেসিডেন্ট কিংবা সদস্য হিসেবে ৭৮০টির বেশি প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। তাদের প্রতি সহায়তা বজায় থাকবে কিন্তু সক্রিয় ভূমিকায় দেখা যাবে না।

তবে কিছু কিছু সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি বিভিন্ন সময়ে যোগ দেবেন।

আগামী নভেম্বরে ডিউক এবং রাণী এলিজাবেথের বিয়ের ৭০ তম বার্ষিকী উদযাপন করবেন।

English summary
Fillip to take retirement from royal responsibilities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X