For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক পোষ্ট নিয়ে ভোলায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত চারজন, আহত অর্ধশত

ফেসবুক পোষ্ট নিয়ে ভোলায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত চারজন, আহত অর্ধশত

  • By Bbc Bengali

উপকূলীয় জেলা ভোলায় ঘটেছে এই ঘটনা
Getty Images
উপকূলীয় জেলা ভোলায় ঘটেছে এই ঘটনা

ফেসবুক পোষ্ট নিয়ে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন গ্রামবাসী ও পুলিশ সদস্যসহ অর্ধশত মানুষ।

পুলিশ বলছে, ফেসবুকে ধর্মীয় বিষয়ে দেয়া একটি পোষ্ট নিয়ে বোরহানউদ্দিনে গত তিনদিন ধরে বিক্ষোভ চলছে।

বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রামবাসীর সঙ্গে কয়েক দফায় আলোচনা চালিয়ে আসছেন।

রোববার সকালে এক বৈঠকের সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বেধে গেলে, এক পর্যায়ে পুলিশ গুলি চালায়।

বোরহানউদ্দিন থানার সাবইন্সপেক্টর মোহাম্মদ জাফর ইকবাল বিবিসিকে মোট চারজন মানুষ নিহত হবার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বোরহানউদ্দিন বাজারে এ সংঘর্ষের ঘটনায় ১০জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।

এছাড়া ১৯জন গ্রামবাসী আহত হবার খবর পেয়েছেন বলে জানিয়েছেন মিঃ ইকবাল।

মিঃ ইকবাল আরো জানিয়েছেন, বোরহানউদ্দিন বাজারে এখনো উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি শান্ত করার জন্য সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন বৈঠক করছেন।

পুলিশ জানিয়েছে, যার ফেসবুক পোষ্ট থেকে এ পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, তাওহীদি জনতা নামে একটি সংগঠন শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছিল।

এরপর থেকেই সেখানে বিক্ষোভ চলছে।

English summary
Fight on Facebook post, 4 killed in Vola, injured 50
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X