For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গ্রেট আমেরিকান একলিপ্স' কী জানেন,মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্যগ্রহণ সম্পর্কে বিশেষ তথ্য জেনে নিন

মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর বাদে দেখা যেতে চলেছে এই মাহাজাগতিক দৃশ্য। এই ঘটনা ঘিরে উঠে আসছে বেশ কিছু ঐতিহাসিক তথ্যও।

  • |
Google Oneindia Bengali News

সূ্র্যগ্রহণ ঘিরে বহু ধরনের ধার্মিক ও পৌরণিক মতবাদ প্রচলিত রয়েছে। তবে সেই মতবাদ ও জ্য়োর্তিবিজ্ঞানীদের নানা মতামত পেরিয়েও সূর্যগ্রহণ ঘিরে রয়েছে বেশ কিছু আকর্ষক তথ্য রয়েছে।

[আরও পড়ুন:২১ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন দেশে দেখা যাবে, কেমন হবে সেই দৃশ্য, জেনে নিন][আরও পড়ুন:২১ অগাস্ট পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন দেশে দেখা যাবে, কেমন হবে সেই দৃশ্য, জেনে নিন]

মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর বাদে দেখা যেতে চলেছে এই মাহাজাগতিক দৃশ্য । এই ঘটনা ঘিরে উঠে আসছে বেশ কিছু ঐতিহাসিক তথ্যও। একনজরে দেখে নেওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রে সূর্যগ্রহণ ঘিরে কী কী বিশেষ তথ্য রয়েছে দেখে নেওয়া যাক।

[আরও পড়ুন:২১ অগাস্ট আসন্ন সূর্যগ্রহণ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য জেনে নিন][আরও পড়ুন:২১ অগাস্ট আসন্ন সূর্যগ্রহণ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য জেনে নিন]

'গ্রেট আমেরিকান একলিপ্স' কী ?

'গ্রেট আমেরিকান একলিপ্স' কী ?

শেষবারের মত পূর্ণ সূর্যগ্রহণ যা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই দেখা গিয়েছে, তা ছিল ১৪৪২ সালের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস এরিয়া থেকে এই গ্রহণ কেবলমাত্র দেখাগিয়েছিল বলে এর নাম 'গ্রেট আমেরিকান সোলার একলিপ্স'দেওয়া হয়।

২১ অগাস্টের সূর্যগ্রহণ কীভাবে দেখতে পাবেন আমেরিকাবাসীরা?

২১ অগাস্টের সূর্যগ্রহণ কীভাবে দেখতে পাবেন আমেরিকাবাসীরা?

মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা ,২১ অগাস্টের সূর্যগ্রহণের দৃশ্য লাইভ সম্প্রচার করতে চলেছে। সেজন্য় এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন প্রায় ৫০০ মিলিয়ন মার্কিনি। এছাড়াও কানসাস, ইলিনোইস, মিসউরি সহ একাধিক জায়গা থেকে এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে বলে মনে কার হচ্ছে।

খালি চোখে দেখলে কি সমস্যা হবে ?

খালি চোখে দেখলে কি সমস্যা হবে ?

সূর্যগ্রহণের সময় খালি চোখে গ্রহণ দেখতে বারন করে থাকেন চিকিৎসকরা। তবে এক্ষেএে যেহেতু চাঁদের ছায়া সূর্যের ওপর পড়ছে তাই অনেকে বলছেন খালি চোখেই দেখা যাবে এটি। তবে তা না কারই ভালো বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

দরকার নেই টেলিস্কোপের

দরকার নেই টেলিস্কোপের

পূর্ণ সূর্যগ্রহণ দেখতে গেলে প্রয়োজন হয় বিশেষ টেলিস্কোপের। তবে ২১ অগাস্টের গ্রহণ এতটাই স্পষ্ট হওয়ার কথা আমেরিকার আকাশে , যে তা দেখার জন্য কোনও ভাবেই দরকার নেই টেলিস্কোপের।

ঘটনার সময়ে পরিবেশের তাপমাত্রা কেমন হবে ?

ঘটনার সময়ে পরিবেশের তাপমাত্রা কেমন হবে ?

পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সময়ে চারিদিক ধীরে ধীরে সন্ধ্যে নামার মতো অন্ধকার নেমে আসবে । আলো আধাঁরির এই সময়ে তাপমাত্রা নেমে আসবে ১০ থেকে ১৫ ডিগ্রি ফারেনহাইটে।

English summary
Few interesting facts about solar eclipse in usa.The eclipse is going to happen o 21st august.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X