For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকামিতা 'উগ্রবাদের' নামান্তর! সৌদি প্রশাসনের নয়া ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে

'সমস্ত রকমের উগ্রবাদ আর বিকৃত মানসিকতা গ্রহনযোগ্য নয়', এমনই বার্তা দিয়ে সৌদি আরবের প্রশাসনের তরফে নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা।

  • |
Google Oneindia Bengali News

'সমস্ত রকমের উগ্রবাদ আর বিকৃত মানসিকতা গ্রহণযোগ্য নয়', এমনই বার্তা দিয়ে সৌদি আরবের প্রশাসনের তরফে নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা। আরব সাম্রাজ্যের অন্যতম আকর্ষণীয় এলাকা সৌদি, কয়েকদিন আগেই বিভিন্ন কট্টরপন্থী আইন দেশ থেকে সরিয়ে পর্যটন শিল্পকে আরও উন্নত করার পথে এগিয়েছিল। কিন্তু সমকামিতা থেকে নারীবাদ- সাম্প্রতিক প্রশাসনিক ভিডিওতে এগুলিকে 'উগ্রবাদী' চিন্তাভাবনার নামন্তর বলে ঘোষণা করা হয়েছে। যা ঘিরে স্বভাবতই দানা বাঁধছে অসন্তোষ।

ভিডিওতে কী বলা হয়েছে?

ভিডিওতে কী বলা হয়েছে?

একটি সাম্প্রতিক অ্যানিমেটেড ভিডিওতে সৌদি আরবের প্রশাসনিকস্তরে জানানো হয়ছে, নারীবাদ, সমকামিতা, নাস্তিক ভাবনাচিন্তা উগ্রবাদের লক্ষণ। পাশাপাশি এই সমস্ত চিন্তাকে বিকৃত মানসিকতার নামান্তর বলে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে কোনও মতেই 'বিকৃত' আর 'উগ্রবাদী ' চিন্তাভানাকে প্রশ্রয় দেওয়া হবে না।

কোন বিষয়কে 'উগ্রবাদী' বলা হয়েছে?

কোন বিষয়কে 'উগ্রবাদী' বলা হয়েছে?

ভিডিও বার্তায় সাফ বলা হয়েছে, কোনও জিনিসই অতিরিক্ত ভালো নয়, যা দেশের বিরুদ্ধে যেতে পারে। আর সেরকমই একটি জিনিস উগ্রবাদ। প্রসঙ্গত, সৌদি প্রশাসনের এই ভিডিওতে তাকফিরকেও এই বিকৃত মানসিকতার অন্তবর্তী করা হয়েছে। যে তাকফির রীতি নাস্তিকতা নিয়ে বার্তা দেয়।

সমকামিতা , নাস্তিকতাবাদ বিকৃত মানসিকতা!

সমকামিতা , নাস্তিকতাবাদ বিকৃত মানসিকতা!

সৌদির প্রশাসনের তরফে জারি করা ভিডিও প্রকাশ্যে আসবার আগে থেকেই সৌদিতে নাস্তিক ভাবনা, নারীবাদ,সমকামিতা অবৈধ ঘোষিত হয়েছে। এর পরিমাণে মৃত্যুদণ্ডও রয়েছে। গোটা দেশে কড়াকড়ি রয়েছে মিডিয়া কভারেজেও।

 উন্নয়নের চেষ্টা ও ফরমান

উন্নয়নের চেষ্টা ও ফরমান

সৌদিতে নতুন রাজপুত্র মহম্মদ বিন সলমান আসবার পর থেকে একাধিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মহিলাদের বহু অধিকারে ছাড় দেওয়া হয়েছে। যা মেনে নিতে পারেনি সৌদির কট্টরপন্থীরা। সমালোচিত হয়েছেন সলমন। তবে এমন পরিস্থিতিতে কেবল দেশে তেলকে কেন্দ্র করে বাণিজ্য আনতে বহু আইন শিথিল করেছেন সলমন। পর্যটন শিল্পকে উন্নত করতেও আইন শিথিল করার উদ্যোগ নেওয়া হয়। তবে , এরকম প্রেক্ষাপটে সৌদির নয়া ভিডিও নিয়ে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাই প্রশ্ন তুলছেন।

প্রতীকী ছবি

English summary
Feminism, atheism, homosexuality as extremist ideas labeled in Saudi Arabia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X