For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের সংকট ঘনীভূত হবে আরও! পাকিস্তানের কাছে FATF ইস্যুতে বড় 'দুঃসংবাদ'-আসার সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাস দমনে তো দূরের কথা, সন্ত্রাসে মদত দেওয়ার প্রসঙ্গে এবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নজরে এসে পড়েছে ইমরানের খানের দেশ পাকিস্তান। ইমরান খানের মুখে বার বার সন্ত্রাস বিরোধী বার্তা শোনা গেলেও, সন্ত্রাস নিয়ে ইসলামাবাদ যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাতের পুতুল তা ফের একবার প্রমাণিত হতে পারে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর বার্তায়। এদিন ঘোষিত হতে চলেছে বহু প্রতিক্ষিত FATF এর সিদ্ধান্ত।

 ধূসর তালিকভূক্ত করা নিয়ে সিদ্ধান্ত

ধূসর তালিকভূক্ত করা নিয়ে সিদ্ধান্ত

জানা গিয়েছে, আজই আসতে পারে FATF এর আনুষ্ঠানিক ঘোষণা। প্রতিষ্ঠানের তরফে, প্যারিসে আয়োজিত এক প্যানেল বৈঠকে ইতিমধ্যেই পাকিস্তানকে ধূসর তালিকায় রাখবার সিদ্ধান্ত নিয়েছে FATF। সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আজ হতে পারে বলে খবর।

 ইসলামাবাদের কাছে বড় ধাক্কা ও কাশ্মীর ইস্যু

ইসলামাবাদের কাছে বড় ধাক্কা ও কাশ্মীর ইস্যু

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ভারত ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে ইসলামাবাদ। রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে বিচ্ছিন্নতাবাদ নিয়ে প্রচ্ছন্ন হুমকি উঠে আসে ইমরানের মুখে। এদিকে, ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তান বারবার জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে ভারতে। এমন এক পরিস্থিতিতে সন্ত্রাসে আর্থিক মদত ইস্যুতে পাকিস্তান যেভাবে FATF এর কাছে কোণঠাসা হয়েছে , দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মহলে তা প্রাসঙ্গিক হয়ে উঠছে।

 FATF এর দাবি

FATF এর দাবি

সন্ত্রাসে আর্থিক মদত ও আর্থিক তছরুপে নজরদারি করে থাকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান FATF। সেই প্রতিষ্ঠানের দাবি, আগে থেকে ধূসর তালিকভূক্ত হয়েও পাকিস্তাব সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করেনি। পাশাপাশি,আর্থিক মদত বন্ধের কোনও চেষ্টাও করেনি। এমন এক পরিস্থিতিতে FATF ফের একবার পাকিস্তানকে ধূসর তালিকাভূক্ত করতে পারে ২০২০ এর ফেব্রুয়ারি পর্যন্ত।

১৫ মাসের সময় ছিল ইমরানদের কাছে

১৫ মাসের সময় ছিল ইমরানদের কাছে

FATF এর তরফে এর আগে ১৫ মাস সময় দেওয়া হয়েছিল ইসলামাবাদকে। বলা হয়েছিল ২৭ টি নির্দিষ্ট নীতি মেনে সেদেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। কিন্তু তা করতে ব্যর্থ হয় বারুদের স্তূপে পরিণত দেশ পাকিস্তান। আর সেই ঘটনার জেরেই FATF এর এমন কড়া সিদ্ধান্ত আসতে চলেছে বলে খবর।

English summary
FATF to take final call on Pakistan for terror funding issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X