For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের দিকে FATFএর বৈঠকের আগে কোন 'অশনি সংকেত' ! কোন বার্তা সন্ত্রাস নিয়ে

  • |
Google Oneindia Bengali News

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর প্লেনারি সেশন প্যারিসে শুরু হতে চলেছে। আর এই বৈঠকেই নির্ধারিত হতে পারে যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার জন্য পাকিস্তানকে কি ধূসর তালিকা থেকে বের করবে FATF? এদিকে, এমন হাইপ্রোফাইল বৈঠকের আগে ইমরানদের দিকে অশনি সংকেত দিয়ে দিয়েছে FATF।

ধূসরেই থাকবে পাকিস্তান নাকি জুটবে কালো তালিকা?

ধূসরেই থাকবে পাকিস্তান নাকি জুটবে কালো তালিকা?

ধূসর তালিকায় পাকিস্তান থাকবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজই। প্যারিসে এদিনের হাইপ্রোফাইল বৈঠকে এই বিষয়টিই স্থির হতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসে আর্থিক মদতের মতো গুরুতর অভিযোগ। আর ধূসর তালিকায় পাকিস্তান থাকার ফলে একাধিক আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হতে শুরু করেছে সেদেশ। ফলে এই তালিকা থেকে বের হওয়াই ইমরানের কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় সাফল্য হতে পারে।

FATF এর অশনি সংকেত

FATF এর অশনি সংকেত

পাকিস্তানের সন্ত্রাসে মদত ইস্যুতে ইতিমধ্যেই FATFএর বৈঠক কী আলোচনা হতে পারে, তা নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এদিকে FATF এর আগে জানিয়ে দিয়েছে, সন্ত্রাসের বেশ কিছু সমর্থন সন্ত্রাসের কাজে আর্থিক মদত দিচ্ছে। উল্লেখ্য, সন্ত্রাসে আর্থিক মদত নিয়ে নজরদারি সংস্থা FATF। আর তাদের এই বার্তা নাম না করে ইসলামাবাদকেই নিশানা করছে বলে মনে করেছ ভারত। এর নেপথ্যেও রয়েছে কারণ।

ভারতের কূটনৈতিক পদক্ষেপ

ভারতের কূটনৈতিক পদক্ষেপ

FATF এর এমন দাবির আগে, ভারত জানিয়ে ছিল যে, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদ্দিন, জইশ এ মহম্মদ এর মতো বেশ কয়েকটি জঙ্গি সংগঠন পাকিস্তানে কার্যকরী। ভারতের দাবি ,FATF যেন উদ্যোগ নেয় যাতে ইসলামাবাদ এই সমস্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। FATFকে ভারত জানিয়েছে, যে এই সমস্ত সংস্থা ভারতকে নিশানা করে চলেছে ক্রমাগত।

সন্ত্রাস ও আজহারের পাকিস্তানে বসবাস

সন্ত্রাস ও আজহারের পাকিস্তানে বসবাস

পুলওয়ামাকান্ডের প্রধান চক্রী জইশ নেতা মাসুদ আজহার পাকিস্তান থেকে নিখেঁজ বলে FATF এর কাছে বহুবার জানিয়েছে পাকিস্তান। আর ইসলাাবাদের এই ভুয়ো তথ্যকে মিথ্যা প্রমাণ করে ভারতীয় গোয়েন্দাবিভাগ জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানের বাহাওয়ালপুরে রয়েছে জঙ্গি নেতা আজহার। আর আয়েশে থাকা এই নেতার বিরুদ্ধে ইমরান সরকার পদক্ষেপ নিচ্ছে না বলেও ভারতের দাবি।

English summary
FATF says terror groups continue to get funds from supporters ahead of review Meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X