For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতকর্মেও ছড়াতে পারে করোনা ভাইরাস, সাবধানবাণী শোনালেন বিশেষজ্ঞরা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস ছড়াতে পারে বাতকর্মের মাধ্যমেও। বেজিংয়ের জেলা রোগ নিয়ন্ত্রণের পক্ষ থেকে বলা হয়েছে, বাতকর্ম থেকে যাতে কোভিড–১৯ না ছড়ায় তার জন্য প্যান্ট পরা অবশ্যই জরুরি।

প্যান্ট পরে বাতকর্ম করুন


উই চ্যাট অ্যাকাউন্টে এমনই মজার অথচ গুরুত্বপূর্ণ দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ হয়েছে। বেজিংয়ের টংগজো জেলার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ (‌সিডিসি)‌ কেন্দ্র থেকে এই বাতকর্মের বিষয়টিকে ব্যাখা করা হয়েছে, সাধারণত কোভিড–১৯ অন্য পথ দিয়ে শরীরে ঢোকার সম্ভাবনা খুবই কম, যদি না কেউ প্যান্টবিহীন কোনও রোগীর কাছে এসে বাতকর্মের ঘ্রাণ না নেয়। এই মন্তব্যের আগে সিডিসির কাছে এক নেটিজেন প্রশ্ন করেছিলেন যে আক্রান্ত রোগী বাতকর্মের মাধ্যমে এই রোগ ছড়িয়ে দিচ্ছে কিনা?‌ এই উদ্বেগের কারণ হল সম্প্রতি চিনের শীর্ষ মেডিক্যাল উপদেষ্টা ঝং নানশান জানিয়েছিলেন যে তাঁরা একঘরে করে রাখা করোনা ভাইরাস রোগীর মল ও প্রস্রাবের নমুনা থেকে এই ভাইরাস পেয়েছেন।

এই নতুন খোঁজ আরও এক উদ্বেগের কারণ সৃষ্টি করল যা হল বাতকর্মের মধ্যে থাকা ভাইরাসেও বিষ রয়েছে, যা নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার রাস্তা হতে পারে। কিছু আতঙ্কিত ব্যক্তি মুখের এন৯৫–এর মাস্কের মতো তাঁদের পেছনেও মাস্কের মতো সুরক্ষা পরে রয়েছেন।

সিডিসি জানিয়েছে যে এই খবরটি লেখার আগে তাঁরা সব ধরনের খোঁজ নিয়েছেন এবং দু’‌বছর আগে এক দম্পতির উদাহরণও এতে দেওয়া হয়েছে। এই নতুন সমীক্ষটি প্রকাশিত হয়েছে ডিসকভারম্যাগাজিন ডট কমে। তবে এর সমাধান হল প্যান্ট পরে থাকলে করোনা ভাইরাস সংক্রমণ ছড়াবে না। এই খবরে বলা হয়েছে, যতক্ষণ সবাই নিজের প্যান্ট পরে থাকবে ততক্ষণ জৈবিক দূষণের ঝুঁকি কম থাকবে এবং এ নিয়ে চিন্তিত হওয়ারও কিছু নেই। প্যান্ট পরে থেকেও যদি কেউ বাতকর্ম করে তবে করোনা ভাইরাস ছড়াবে না। কিন্তু যদি আক্রান্ত ব্যক্তি প্যান্ট না পরে বাতকর্ম করেন তবে সেক্ষেত্রে এই রোগ ছনিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

English summary
farts spread novel coronavirus, new study claim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X