For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শিল্পপতি জয় আলুক্কাস? জানুন আসল তথ্য

Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে যাতে দাবি করা হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জয় আলুক্কাস। মূলত নাম বিভ্রাটের জেরেই এই ভুয়ো খবরটি ছড়ায় বলে জানা গিয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত জয় আরাক্কালের মৃত্যু

ভারতীয় বংশোদ্ভূত জয় আরাক্কালের মৃত্যু

কয়েকদিন আগেই সংযুক্ত আমিরশাহিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সেই ব্যবসায়ীর নাম জয় আরাক্কাল। এরপরই নামের সাদৃশ্যের জেরে ভুয়ো খবর ছড়ায় যে বিশিষ্ট ব্যবসায়ী জয় আলুক্কাস মারা গিয়েছেন ইউএই-তে।

সুস্থ আছেন জয় আলুক্কাস

সুস্থ আছেন জয় আলুক্কাস

খবরটি ছড়িয়ে পড়তেই জয়ালুক্কাস সংস্থার এক কর্মী মালিকের মৃত্যুর খবর অস্বীকার করেন। মূলত গয়নার শোরুম-চেন-এর জন্য পরিচিত জয় আলুক্কাস। তবে সংস্থার তরফে জানানো হয়, মারা যাওয়া তো দূরের কথা জয় আলুক্কাসের করোনা সংক্রমণ হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

কবে কীভাবে মারা যান জয় আরাক্কাল?

কবে কীভাবে মারা যান জয় আরাক্কাল?

এদিকে জানা গিয়েছে, এপ্রিল মাসের ২৩ তারিখে ৫৪ বছর বয়সী জয় আরাক্কাল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। তিনি আদতে কেরলের বাসিন্দা। ব্যবসা সূত্রে সংযুক্ত আমিরশাহিতে ছিলেন তিনি। সেই সময়ই তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হন।

গয়না ছাড়া আরও যেসব ব্যবসার সঙ্গে যুক্ত জয় আলুক্কাস

গয়না ছাড়া আরও যেসব ব্যবসার সঙ্গে যুক্ত জয় আলুক্কাস

আরাক্কালের সংস্থা ইনোভা গ্রুপ ইউএই ছাড়াও কুয়েত, সৌদি আরব ও ভারতে ব্যবসা করত। মূলত তেল শোধনাগারের ব্যবসা ছিল তাঁর। এদিকে জয় আলুক্কাসের গয়নার ব্যবসা ছাড়ও রয়েছে মনি এক্সচেঞ্জ, ফ্যাশন, সিল্ক ও বিমানের ব্যবসা।

English summary
Fact Check, Joyalukkas founder did not die of COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X