For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিদিন ১০ লক্ষ করে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে

প্রতিদিন ১০ লক্ষ করে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। সংস্থার তরফে চিফ সিকিউরিটি অফিসার এই তথ্য সামনে এনেছেন।

  • |
Google Oneindia Bengali News

জালিয়াতি, ঘৃণা-বিদ্বেষ ছড়ানো ও স্প্যাম ছড়ানো বন্ধ করতে প্রতিদিন ১০ লক্ষ করে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। সংস্থার তরফে চিফ সিকিউরিটি অফিসার এই তথ্য সামনে এনেছেন।

প্রতিদিন ১০ লক্ষ করে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে

সারা বিশ্বে ফেসবুকের ইউজার ২০০ কোটির বেশি। তাদের মধ্যে কী ধরনের কথোপকথন হচ্ছে, শেয়ারিং হচ্ছে তার পুরোটার নাগাল পাওয়া বেশ কঠিন কাজ। ফলে অনেক সময়ে কিছু টেক্সট বা ভিডিও প্রথমে ফেসবুক মুছে দিচ্ছে পরে দেখা যাচ্ছে তা না করলেও চলতো।

ফেসবুক কর্তারা জানাচ্ছেন, ফেসবুক জনপ্রিয়তায় সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ফলে এত বেশি টেক্সট, পোস্ট ও ভিডিও-র সঙ্গে পেরে ওঠা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করেও পেরে ওঠা যাচ্ছে না। আর তাই বহু অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে ফেসবুক।

ঘটনা হল, ফেসবুক নিয়ে নানা অভিযোগ উঠেছে বিভিন্ন দেশে। তাদের নিজস্ব কী নীতি রয়েছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কোনটা পোস্ট করা যেতে পারে, আর কোনটা করা যেতে পারে না তা নিয়ে ধন্দ রয়েছে। তাছাড়া যেকটি দেশে ফেসবুক চলে সেখানকার কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। ফলে সবমিলিয়ে পরিস্থিতি অনেক সময় হাতে বাইরে চলে যায়।

এই সমস্যা কাটাতে আগামিদিনে অশ্লীল কনটেন্ট সরিয়ে ফেলতে বিশ্বজুড়ে ৩ হাজার কর্মী নিয়োগ করবে ফেসবুক। সংস্থার সিইও মার্ক জুকারবার্গ একথা জানিয়েছেন।

English summary
Facebook shuts down 1 million accounts per day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X