ফেসবুকে ছবি আপলোডে সমস্যা! গোটা বিশ্বে তিন সোশ্যাল মিডিয়া অ্যাপ ঘিরে তোলপাড়
ফেসবুকে ছবি আপলোড করতে গেলে বা কোথাও কমেন্ট করতে গেলে আচমকা সমস্যা ২৮ নভেম্বর রাত থেকেই দেখা দিচ্ছিল । অনেক ক্ষেত্রে 'লাইক' কিম্বা 'শেয়ার' এও সমস্যা হচ্ছিল। সমস্য়া ছিল ইনস্টাগ্রামে ছবি আপলোডেও। আর এমন কাণ্ড হতেই রীতিমতো অবাক হয়ে যান উপভোক্তারা। এরপরই শুরু হয়ে যায় বিশ্ব জুড়ে তোলপাড়।

কোন কোন অ্যাপে সমস্যা ছিল?
ফেসবুক ,ইনস্টাগ্রাম, ছাড়াও মেসেঞ্জারে সমস্যা দেখা দেয় ২৮ নভেম্বর। সেই দিন সন্ধ্যে থেকে এই তিনটি সোশ্যাল মিডিয়া অ্যাপে মূলত সংযোগ বিচ্ছিন্ন হতে দেখা যায়।

কোন কোন দেশে এই সমস্যা হয়?
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকায়, ইওরোপের কেন্দ্রিয় অঞ্চলে, স পূর্ব এশিয়া, ভারতের একাধিক জায়গায় এই তিনটি অ্যাপ 'ডাউন' ছিল। তবে নেটিজেনদের দাবি, ইনস্টাগ্রামের ডেস্কটপ ভার্সানে এমন কোনও সমস্যা তৈরি হয়নি। কিন্তু যাবতীয় সমস্যা ছিল ইনস্টাগ্রামের অ্যাপ ভার্সানে।

ফেসবুক ইনস্টাগ্রাম সমস্যা
২৮ নভেম্বর সন্ধ্যে ৮ টা থেকেই সমস্যা শুরু হয় ফেসবুকে। অনেকেরই লগ ইন করতে সমস্যা হতে থাকে সেই সময় গোটা দেশ জুড়ে। ৬৭ শতাংশ মানুষ সেই সময় লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়ে যান। অন্যদিকে ১৪ শতাংশ মানুষ সমস্যায় পড়েন মিডিয়া ফাইল আপলোডের সময়।