For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নার্ভ এজেন্ট আতঙ্কে খালি করে দেওয়া হল ফেসবুকের দফতর, তদন্তে এফবিআই

ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রাসায়নিক বিষ নার্ভ এজেন্ট পাওয়া গেল ফেসবুকের ক্যালিফোর্নিয়ার দফতরে। সূত্রের খবর সংস্থার প্রধান দফতর মেল প্রসেসিং ওয়্যার হাউসে একটি পার্সেলে এই বিষাক্ত রাসায়নিকের হদিশ পাওয়া গিয়েছ

Google Oneindia Bengali News

ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রাসায়নিক বিষ নার্ভ এজেন্ট পাওয়া গেল ফেসবুকের ক্যালিফোর্নিয়ার দফতরে। সূত্রের খবর সংস্থার প্রধান দফতর মেল প্রসেসিং ওয়্যার হাউসে একটি পার্সেলে এই বিষাক্ত রাসায়নিকের হদিশ পাওয়া গিয়েছে। তবে যাঁরা সেই পার্সেলটি ধরেছিলেন তাঁদের শরীরে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া হয়নি বলে সূত্রের খবর।

নার্ভ এজেন্ট আতঙ্কে খালি করে দেওয়া হল ফেসবুকের দফতর, তদন্তে এফবিআই

আগাম সতর্কতা হিসেবে দফতরের চারটি বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। আর কোথাও এই রাসায়নিক ছড়িয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত তদন্তের জন্য খবর দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-কে। ফেসবুকের মুখপাত্র অ্যন্থনি হ্যারিসন জানিয়েছেন, পুলিসকে এবং তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি জানিয়েছেন দফতরে আসা পার্সেলেরই পরীক্ষা করা হয়। সোমবার সেরকম পরীক্ষা করতে গিয়েই এই মারণ রাসায়নিকের সন্ধান মিলেছে একটি পার্সেলে। জানা গিয়েছে সন্দেহ জনক ওই পার্সেলটি সোমবার সকাল ১১টা নাগাদ পৌঁছয় ফেসবুকের দফতরে।

মার্কিন গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে ফেসবুকের দফতরের নার্ভ এজেন্ট পাওয়ার খবর পেয়েই গোয়েন্দারা সেখানে পৌঁছেছে। ভয়ঙ্কর বিষাক্ত এই রাসায়নিক কারোর শরীরের সংস্পর্শে আসা মাত্রই তাঁর স্নায়ু অকেজো করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয় তাঁর। রাসায়নিক অস্ত্র হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে।

নার্ভ এজেন্ট সারিন একধরনের রাসায়নিক ওয়ারফেয়ার এজেন্ট। যা এতোটাই স্বচ্ছ যে কারোর কােছ থাকলে টের পাওয়া যায় না। এতোটাই তরল যে মুহূর্তে তা বাতাসে মিশে যায়। গায়ে একফোঁটা নার্ভ এজেন্ট পড়লে স্নায়ু বিকল হয়ে যায়। অসাড় হয়ে পড়ে শরীর। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। এই রাসায়ণিক বিষ ব্যবহার করেই খুন করা হয়েছিল উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের ভাই কিম জং নামকে। কয়েক মাস আগে রাশিয়ার চর সন্দেহে এই নার্ভ এজেন্ট দিয়েই হত্যা করা হয়েছিল ব্রিটিশ দম্পতিকে।

English summary
Facebook company evacuated four buildings following the positive sarin test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X