For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফেসবুক' এখন 'মেটা'! কী কী পরিবর্তন হল জেনে নিন

'ফেসবুক' এখন 'মেটা'! কী কী পরিবর্তন হল জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সময় অনুযায়ী খবরটি গতকাল প্রায় মধ্যরাতে ছড়িয়ে পড়ে। মার্কিন মুলুক থেকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক লাইভ স্ট্রিমে ঘোষণা করে দেন যে ফেসবুক এবার থেকে 'মেটা' নাম নিয়ে বাজারে আসছে। এদিকে, সংস্থার লোগোতেও পরিবর্তন দেখা যায়। একটি ইনফিনিটি চিহ্নের মতো দেখতে লোগো নিয়ে বাজারে নামছে 'মেটা'। মূলত ব্যবসায়িক কিছু দিক নিয়ে এই বড়সড় পরিবর্তন বলে জানা গেলেও, আপামর সাধারণ মানুষের প্রশ্ন তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে কোনও পরিবর্তন হবে কিনা! কোন কোন নতুন ফিচার তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। একনজরে দেখে নেওয়া যাক, মার্ক জাকারবার্গের সংস্থা ফেসবুকে কোন কোন পরিবর্তন নিয়ে এসেছে।

মেটা-র পরিবর্তন

মেটা-র পরিবর্তন

মূলত , এই নামের পরিবর্তনের নেপথ্যের কারণ লাইভ স্ট্রিমেই জানিয়ে দিয়েছেন মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, মেটাভার্সে বিনিয়োগকে সামনে রেখেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। ফলে মেটাভার্সের দিকে তাকিয়ে ফেসবুক থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্মাণকারী সংস্থা আপাতত মেটা হতে চলেছে। তিনি জানিয়েছেন সামাজিক ইস্যু গুলির সঙ্গে লড়াই করার পরিস্থিতি নিয়ে গত কয়েক বছরে আমরা অনেকেই অনেক কিছু শিখেছি। একটি ক্লোজস প্ল্যাটফর্মে থেকে এই অভিজ্ঞতা পাওয়া গিয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে জাকারবার্গের বার্তা ' যা শিখেছি তাকে সঙ্গে নিয়ে চলা আর পরবর্তী অধ্যায় নির্মাণে তাকে পাথেয় করা'।

মেটাভার্স নামের উৎপত্তি

মেটাভার্স নামের উৎপত্তি

১৯৯২ সালে নিল স্টিফেনসন এই মেটাভার্স নামের জন্ম দেন। তাঁর লেখা ডাইস্টোপিয়ান উপন্যাস 'স্নোক্র্যাশ' এ এই মেটা ভার্স কথার উল্লেখ ছিল। গল্পে একটি ডিজিটাল বিশ্ব এমনভাবে তৈরিকরা হয়েছিল , যেখানে সমস্তটাই যেন 'গেম'। ভার্চুয়াল রিয়্যালিটির ওপর আধারিত সেই উপন্যাসের একটি শব্দ এবার থেকে বিশ্বের সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মুখে মুখে ফিরবে বলে মনে করা হচ্ছে।

নয়া চমক আসন্ন!

নয়া চমক আসন্ন!

জাকারবার্গের বার্তা এই নতুন 'মেটা' তে এমন এক ভার্চুয়াল বিশ্ব তৈরি করা হবে, যেখানে একটি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখার থেকে বিষয়গুলির আরও গভীরে যেতে পারবেন মানুষ। এখানে মানুষ মানুষের সঙ্গে দেখা করতে পারবেন। এখানে খেলতে পারবেন। একই সঙ্গে কাজও করতে পারবেন। ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট সঙ্গে নিয়ে স্মার্টফোন অ্যাপে রিয়্যালিটি গ্লাস সঙ্গে রেখে এখন মেটার হাত ধরে তাবড় চমক দিতে চলেছে মার্ক শিবিরের মেটা!

মেটাভার্সের নতুন অধ্যায়

মেটাভার্সের নতুন অধ্যায়

উল্লেখ্য, আগামী দশকে মেটাভার্স কয়েক বিলিয়ন মানুষের কাছে সহজেই পৌঁছে যাবে বলে দাবি করছেন মার্ক জাকারবার্গ। এর হাত ধরে নতুন প্রযুক্তি বহু বহু কাজের সুযোগ গড়ে দেবে বলে মনে করছেন তিনি। এদিকে, ২০১৭ সালে মার্কের স্ত্রী চ্যানের সংস্থা চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ একটি ক্যানাডিয়ান সংস্থাকে কিনে নেয়। যে সংস্থাটি ছিল একটি সাহিত্য বিষয়ক বিশ্লেষক সংস্থা। আর তার নাম ছিল 'মেটা'। ফলে ক্রমেই 'মেটা'র নাম রহস্যের নেপথ্যের কাহিনি গভীর হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Facebook changed its name. Know what arethe latest featurenes in Meta.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X