For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একেবারে গভীর সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন! অনেকে বলছেন এটা নাকি "eye of fire"

সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন! একেবারে উজ্জ্বল ওরেঞ্জ ফ্লেম বেরিয়ে আসছে সমুদ্র থেকে। আর চারপাশ ঢেকে গিয়েছে ধোঁয়াতে। গভীর সমুদ্রের এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হচ্ছেন। একেবারে গোলাকার হয়ে জ্বলা আগুনকে অনেকেই বলছেন "eye of

  • |
Google Oneindia Bengali News

সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন! একেবারে উজ্জ্বল ওরেঞ্জ ফ্লেম বেরিয়ে আসছে সমুদ্র থেকে। আর চারপাশ ঢেকে গিয়েছে ধোঁয়াতে। গভীর সমুদ্রের এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হচ্ছেন। একেবারে গোলাকার হয়ে জ্বলা আগুনকে অনেকেই বলছেন "eye of fire" অর্থাৎ আগুনের চোখ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভয়ঙ্কর এই ঘটনার ভিডিও।

অনেকে শেয়ার করছেন ভয়ঙ্কর এই মুহূর্ত এবং জানতে চাইছেন যে বিষয়টি আসলে কি? গভীর সমুদ্রের মধ্যে এমন আগুন জলার মানে কি? ভয়ংকর কোনও মুহূর্তের মধ্যে কি আমরা দাঁড়িয়ে?

ভাইরাল হওয়া ভিডিওতে কি দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিওতে কি দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আগ্নেয়গিরি থেকে যেভাবে আগুন বেরিয়ে আসে ঠিক তেমনই গভীর সমুদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে লাভার মতো আগুন। আর চারপাশে ফুটছে জল। কয়েকশ সাংবাদিক এবং সংবাদ মাধ্যম এই ভিডিও শেয়ার করেছেন। যেখানে মিলিয়ন ভিউ হয়েছে। মেক্সিকোর সাংবাদিকরা বলছেন, কয়েক ঘন্টা ধরে জ্বলছে এই আগুন। আর গভীর সমুদ্রের বুকে গোলাকার বৃত্তের মতো হয়ে জ্বলছে সেটি। কয়েকশ দমকলকর্মী সেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

সমুদ্রের নীচে থাকা গ্যাস লাইনে ফাটল!

সমুদ্রের নীচে থাকা গ্যাস লাইনে ফাটল!

গভীর সমুদ্রের নীচে মেক্সিকোর সরকারি-তেল উত্তোলন সংস্থার একাধিক গ্যাস লাইন রয়েছে। যার মধ্যে একটিতে ফাটল দেখা গিয়েছে। পাইপ লাইন গুলি সমুদ্রের অনেক গভীরে রয়েছে। আর সেখান থেকে গ্যাস বেরিয়ে প্রথমে জল আর বাতাসের সংস্পর্শে এসে ভয়ঙ্কর রূপ নিয়েছে। দমকল কর্মীদের আশঙ্কা, যেভাবে আগুন বের হচ্ছে তাতে পাইপ লাইনের মধ্যদিয়ে গিয়ে আরও কয়েকটা পাইপে আগুন ধরিয়ে দিতে পারে। ফলে সেদিকে নজর রেখেই কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

দেশের অন্যতম বৃহৎ তেল উত্তোলক সংস্থা!

দেশের অন্যতম বৃহৎ তেল উত্তোলক সংস্থা!

১২ ইঞ্চির পাইপ লাইন রয়েছে। আগুন নেভাণোর জন্যে বোট ব্যবহার করা হচ্ছে। তবে রয়টার্সে প্রকাশিত খবর বলছে, এই প্রথম এই ঘটনা ওই সংস্থাতে ঘটল তা নয়। একাধিকবার একাধিক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে মেক্সিকোর সরকারি তেল উত্তোলন সংস্থাটি। সংস্থাটী দেশের অন্যতম বড় ক্রুড ওয়েল উত্তোলন সংস্থা। ১.৭ মিলিয়ান ব্যারোল তেল এই সংস্থার মাধ্যমে উত্তোলন করা হয়। ফলে তেলের একটা বিপুল চাহিদা মেটে এই সংস্থার হাত ধরে।

English summary
'Eye of fire' on Gulf of Mexico after gas leak in underwater pipeline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X