For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবেশী দেশকে নিয়ে উদ্বেগ চরমে, ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা জয়শঙ্করের

Google Oneindia Bengali News

ভারতের প্রতিবেশী দেশ মিয়ানমারের পরিস্থিতি ভালো নয়। তা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা বিশ্বের গণতন্ত্র প্রিয় দেশগুলি। এবার এই বিষয় নিয়ে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনায় বসলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মিয়ানমারের পরিস্থিতির জন্য যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি গম্ভীর হয়েছে, তা মেনে নিয়েছেন দুই নেতাই।

ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা জয়শঙ্করের

ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা জয়শঙ্করের

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি ব্লিঙ্কেন এবং জয়শঙ্করের মধ্যকার দ্বিতীয় ফোনালাপ। এর আগে ২৯ জানুয়ারি প্রথমবার দুই নেতার ফোনে কথা হয়েছিল। সেবার ব্লিঙ্কেন নিজেই ফোন করেছিলেন জয়শঙ্করকে। ভারতরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ভারতের উপর অনেকটাই ভরসা রাখছে ওয়াশিংটন। এই আলোচনার পর এস জয়শঙ্কর নিজেই টুইট করে ফোনালাপের কথাটি জানান। যদিও কোনও দেশই আলোচ্য বিষয়ের বিশদ প্রকাশ করেনি।

পথে নামলেন সেদেশের মানুষ

পথে নামলেন সেদেশের মানুষ

এদিকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এবার পথে নামলেন সেদেশের মানুষ৷ রবিবার ইয়াংগন শহরের পথে ১০ হাজারেরও বেশি মানুষ প্রতিবাদ মিছিলে হাঁটেন৷ সেই মিছিল থেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়৷ প্রসঙ্গত, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ শুরু হওয়ায়, সেনার তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷

সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি

সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি

ইয়াংগন শহরের একাধিক জায়গায় রবিবার প্রতিবাদ মিছিল বের করে মিয়ানমারবাসী৷ তাঁরা ইয়াংগনের সিটি হল এবং বিখ্যাত সুলে পাগোডার সামনে জমায়েত করে৷ সেনার তরফে মিয়ানমারবাসীর প্রতিবাদকে নিয়ন্ত্রণ করতে শনিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ পাশাপাশি গত সোমাবার সেনা যে মায়ানমারের দখল নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয়৷ একই সঙ্গে দেশের জনপ্রিয় নেতা আং সান সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানানো হয়৷

২০১২-র আগে পাঁচ দশক সেনার শাসন চলেছিল সেদেশে

২০১২-র আগে পাঁচ দশক সেনার শাসন চলেছিল সেদেশে

সেনার তরফে অভিযোগ আনা হয়েছে, সু চি এবং তাঁর দল গত নভেম্বরে হওয়া নির্বাচনে জালিয়াতি করেছে৷ তবে, সেনার এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে এই অভিযোগের কোনও প্রমাণ নেই৷ প্রসঙ্গত, ২০১২ সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগে মায়ানমারে টানা পাঁচ দশক সেনার শাসন চলেছিল৷ সেই সময় মিয়ানমারবাসীর দীর্ঘ ও রক্তক্ষয়ী আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে বর্তমান পরিস্থিতি৷

English summary
External affairs minister S Jaishankar and US sec of state Antony Blinken discussed Myanmar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X