For Quick Alerts
For Daily Alerts
ফিলিপিন্সের দাভাও শহরে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১২
মানিলা, ২ সেপ্টেম্বর : পিলিপিন্সের রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তের শহর দাভাওয়ের একটি বাজারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। একাধিক আহত হয়েছে এই ঘটনায়। শুক্রবারের এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
সূত্রের খবর অনুযায়ী রাষ্ট্রপতি দুতের্তে এদিন দাভাও শহরেই ছিলেন। যদিও এই ঘটনায় তাঁর কোনও আঘাত লাগেনি, তিনি সুরক্ষিত রয়েছেন বলে জানানো হয়েছে। বিস্ফোরণের পর তিনি একটি থানায় ছিলেন বলে তাঁর ছেলে পাওলো দুতার্তে জানিয়েছেন।

দাভাও শহরের অভিজাত মার্কো পোলো হোটেলের বাইরে একটি রাস্তার ধারের বাজারে এই ঘটনা ঘটেছে।
ফিলিপিন্সের সেনার তরফে জানানো হয়েছে এই ঘটনা পর কমপক্ষে ৩০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।