For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেল্টাক্রন কি কোভিডের আরেক রূপ না ল্যাবের ভুল, কী জানালেন বিশেষজ্ঞরা

ডেল্টাক্রন কি কোভিডের আরেক রূপ না ল্যাবের ভুল, কী জানালেন বিশেষজ্ঞরা

  • |
Google Oneindia Bengali News

দু’দিন আগেই সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা 'ডেল্টাক্রন' নামে এক ভ্যারিয়েন্টের খোঁজ পেয়েছিলেন। যেখানে তাঁরা দেখেছিলেন, এই প্রজাতিটি তৈরি হচ্ছে ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টকে একত্রিত করে। কিন্তু এতে অন্যান্য গবেষকদের সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু সাইপ্রিয়ট বিজ্ঞানী তার আবিষ্কারকে সঠিক বলে দাবি করছেন। পাশাপাশি তাঁর গবেষণাকে দ্বিগুণ করে তুলছে।

গবেষক কী জানালেন

গবেষক কী জানালেন

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের গবেষক বলেছেন, করোনার একটি নতুন স্ট্রেন আবিষ্কার করেছেন যা ডেল্টা ও ওমিক্রনকে একত্রিত করেছে বলে জানিয়েছেন। জৈবিক বিজ্ঞানের অধ্যাপক,বায়োটেকনোলজি ও আণবিক ভাইরোলজির ল্যাবরেটরির প্রধান লিওনিডোস কোস্ট্রিকিস এবং তার দল ডেল্টাক্রোনের ২৫ টি কেস শনাক্ত করেছে।

 ওমিক্রন অত্যন্ত সংক্রমিত

ওমিক্রন অত্যন্ত সংক্রমিত

ওমিক্রন অত্যন্ত সংক্রমিত। যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অনেক দেশে SARS-CoV-2 এর প্রভাবশালী রূপ হয়ে উঠেছে। ডেল্টা গ্রীষ্মে বিশ্বব্যাপী প্রভাবশালী বৈকল্পিক আকার ধারণ করেছিল। করোনা ভাইরাসের আলফায় আক্রান্ত রোগীদের তুলনায় সংক্রামিত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। কোস্ট্রিকিসের মতে, ডেল্টা জিনোমের মধ্যে ওমিক্রনের মত জেনেটিক কোষ রয়েছে। আমরা ভবিষ্যতে দেখতে পাব এই ডেল্টাক্রন স্ট্রেনটি আরও সংক্রমিত হবে। যা ডেল্টা ও ওমিক্রনের বিরুদ্ধে দাঁড়াবে। ওমিক্রনের মতও দ্রুত ছড়িয়ে পড়ার বা আরও গুরুতর ক্ষেত্রে। আগের ভ্যারিয়েণ্টগুলোকে ছাপিয়ে যাবে ডেল্টাক্রন। কিন্তু কিছু বিশেষজ্ঞরা কোস্ট্রিকিসের অনুসন্ধানের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

বার্কলে ল্যাবরেটরির বিজ্ঞানী কী বললেন

বার্কলে ল্যাবরেটরির বিজ্ঞানী কী বললেন

শনিবার টুইট করে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বার্কলে ল্যাবরেটরির একজন বিজ্ঞানী জানান, সাইপ্রিয়টের ডেল্টাক্রন সিকোয়েন্সগুলি বেশ স্পষ্টভাবে দূষিত বলে মনে করছেন তিনি। যা করোনায় বিশেষ করে ফোকাস করছে। তিনি আরও বলেন, এটি সত্যিই 'ল্যাবের গুণমান' বা অনুরূপ কিছুর সাথে সম্পর্কিত নয় - এটি আক্ষরিক অর্থে প্রতিটি সিকোয়েন্সিং ল্যাবে মাঝে মাঝে ঘটে!"

কোস্ট্রিকিস কী জানালেন

কোস্ট্রিকিস কী জানালেন

কোস্ট্রিকিস রবিবার মার্কিন আর্থিক ওয়্যার ব্লুমবার্গ জানান, এই ভ্যারিয়েন্ট মিউটেশনগুলিকে সক্ষম করছে। বিবর্তনীয় চাপ সৃষ্টি করছে। যা ডেল্টা ও ওমিক্রনে মেলবন্ধন। ডেল্টাক্রোন 'প্রায় অবশ্যই নয়' দুটি রূপের সত্যিকারের সংমিশ্রণ।

 বিজ্ঞানীদের মতে, ডেল্টাক্রন কী

বিজ্ঞানীদের মতে, ডেল্টাক্রন কী

কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেল্টা জিনোমে আবিষ্কৃত ওমিক্রন সদৃশ মিউটেশনগুলি জেনেটিক সিকোয়েন্সের একটি বিভাগে আবদ্ধ থাকে। যুক্তরাজ্য-ভিত্তিক ওয়েলকাম স্যাঞ্জার ইনস্টিটিউটের কোভিডের জিনোমিক্স ইনিশিয়েটিভের পরিচালক জেফরি ব্যারেট জানান, তার ইনস্টিটিউট এই বিষয়ে যে গবেষণা করেছে তার দিকে ইঙ্গিত করেছেন। ডেল্টাক্রন বৈকল্পিক "প্রায় নিশ্চিতভাবেই একটি জৈবিক রিকম্বিন্যান্ট নয়। এটি ডেল্টা ও ওমিক্রন বংশ বলে জানিয়েছেন।

টিমো উলফ কী বললেন

টিমো উলফ কী বললেন

টিমো উলফ নামে একজন ডাক্তার ও ইউনিভার্সিটি হসপিটাল ফ্রাঙ্কফুর্টের হাইলি প্যাথোজেনিক রোগের আইসোলেশন ইউনিটের প্রধান বলেছেন তিনি আশাবাদী, কিন্তু এই মুহূর্তে সতর্ক থাকবেন। পাশপাশি তিনি আরও বলেন, 'আমি মনে করি না যে একটি শক্তিশালী সূচক আছে, যে বিশাল সমস্যার সৃষ্টি করবে। কোস্ট্রিকিসের দেওয়া বিশ্বব্যাপী ডেটা এখনও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা দরকার। "অবশ্যই নিশ্চিত হতে বলেন তিনি। আমি মনে করি আমাদের আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।'

English summary
Researchers at the University of Cyprus say Corona has discovered a new strain that combines Delta and Omicron
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X