For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় প্রযু্ক্তিতেই গুহা থেকে উদ্ধার থাইল্যান্ডের ফুটবল দল, জেনে নিন বিস্তারিত

থাইল্যান্ডের গুহায় উদ্ধার কাজে জড়িয়ে গেল ভারতীয় সংস্থার নাম। ভারতীয় সংস্থা কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড এই উদ্ধার কাজে তাদের প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে। এই সংস্থার সদর দফতর রয়েছে পুনেয়।

  • |
Google Oneindia Bengali News

থাইল্যান্ডের গুহায় উদ্ধার কাজে জড়িয়ে গেল ভারতীয় সংস্থার নাম। ভারতীয় সংস্থা কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড এই উদ্ধার কাজে তাদের প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে। এই সংস্থার সদর দফতর রয়েছে পুনেয়।

ভারতীয় প্রযু্ক্তিতেই গুহা থেকে উদ্ধার থাইল্যান্ডের ফুটবল দল, জেনে নিন বিস্তারিত

থাইল্যান্ডের গুহায় ফুটবলারদের আটকে পড়ার খবর ছড়িয়ে পড়ার পরে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস থেকে সেখানকার সরকারকে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের নাম বলা হয়। যাদের জমে থাকা জল বের করার কাজে অভিজ্ঞতা আছে। এর পরেই ভারত, থাইল্যান্ড এবং ব্রিটেন থেকে বিশেষ প্রশিক্ষিত বাহিনী পাঠানো হয় গুহার কাছে।

৫ জুলাই থেকে থাইল্যান্ডের থামল্যাঙের গুহার সামনে কির্লোস্কারের প্রযুক্তিবিদরা অবস্থান করেছেন। গুহা থেকে জল বের করতে প্রযুক্তির নানা পরামর্শ দিয়েছেন। জানানো হয়েছে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের তরফে।

কেবিএল-এর তরফ থেকে চারটি বৃহৎ এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন পাম্প ঘটনাস্থলে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। যা মহারাষ্ট্রের কির্লোস্কারভাদী প্ল্যান্ট থেকে বিমানে সেগুলিকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার সেখানকার যুব ফুটবলদলের পাঁচ সদস্যকে উদ্ধার করা হয়। যারা শেষ ১৮ দিন ধরে সেখানে বন্দি অবস্থায় ছিল।

English summary
Experts from a Pune-headquartered firm has given technical support to rescue in Thailand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X