For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্তত কাল পর্যন্ত স্থগিত কাদের মোল্লার ফাঁসি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ
ঢাকা, ১১ ডিসেম্বর: সাময়িক স্বস্তি পেলেন কাদের মোল্লা।

ফাঁসির রায় পুনর্বিবেচনা করার যে আর্জি তিনি আদালতকে জানিয়েছিলেন, তা নিয়ে শুনানি শুরু হয়েছে। অর্থাৎ, আদালত খতিয়ে দেখবে, এই রিভিউ পিটিশনে আদৌ সাড়া দেওয়া উচিত কি না। বুধবার এক দফা শুনানি হয়। বৃহস্পতিবার দুপুরে পরবর্তী শুনানি হবে। যতদিন না শুনানি শেষ হচ্ছে, ততদিন রায় কার্যকর করা যাবে না।

এদিন ঠিক সকাল দশটায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, এ এইচ শামসুদ্দিন চৌধুরী এবং সুরেন্দ্রকুমার সিংহকে নিয়ে গঠিত বেঞ্চ দীর্ঘক্ষণ দু'পক্ষের সওয়াল-জবাব শোনেন। কাদের মোল্লার তরফে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আব্দুর রজ্জাক সওয়াল করেন। সরকারের তরফে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিচারপতিরা বলেন, দু'তরফেই কিছু অকাট্য যুক্তি রয়েছে। এ বিষয়ে আরও আলোচনা দরকার। আগামীকাল ফের শুনানি হবে মামলাটির।

এর আগে গতকাল রাতে একটি জরুরি নির্দেশনামা জারি করে সুপ্রিম কোর্ট কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা স্থগিত করে দেয় বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত। সেই নির্দেশনামা নিয়ে তক্ষুণি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে যান তাঁর আইনজীবীরা। শেষ পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি হয় কি না, এখন সেটাই দেখার।

English summary
Execution of Kader Molla suspended till tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X