প্রধানমন্ত্রীর আগমনের আগে ‘হাউডি মোদি’ নিয়ে এনআরজি স্টেডিয়ামে উত্তেজনা
প্রধানমন্ত্রী আগমনের আগে হিউস্টনে হাউডি মোদী নিয়ে উত্তেজনা। আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা হাউডি মোদীতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী মঞ্চে আসার আগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সেখানে। এনআরজি স্টেডিয়াম একেবারে কানায় কানায় ভর্তি। সেখানে ঢোল, ধামাল নিয়ে হাজির ভারতীয়রা। হিউস্টনের মঞ্চে ভারতীয় নাচও দেখা গিয়েছে।

#WATCH LIVE from Houston, USA: 'Howdy Modi' event underway at NRG Stadium https://t.co/HWDTCUbbAP
— ANI (@ANI) September 22, 2019
Dhols, Dhamaal and Dances at the stadium before PM @narendramodi arrives to address this historic event. #HowdyModi pic.twitter.com/13gqGdiP58
— Texas India Forum (@howdymodi) September 22, 2019
Maharashtra's Pride #NashikDhol is Right here at @howdymodi Live From Houston @Dev_Fadnavis @poonam_mahajan#HowdyModi pic.twitter.com/0iyHObiPSJ
— Devang Dave (@DevangVDave) September 22, 2019
আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অনেকেই হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হাউডি মোদী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।