For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ! আইনজীবীদের আর কী বললেন খালেদা জিয়া

তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ। এটা কোর্টকে জানাবেন। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ আইনজীবীকে এমনটাই বলেছেন জেলবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

Google Oneindia Bengali News

তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ। এটা কোর্টকে জানাবেন। তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ আইনজীবীকে এমনটাই বলেছেন জেলবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেখা করে আসার পর আইনজীবী রেজাক খান কারা ফটকের সামনে এমনটাই জানিয়েছেন।আইনজীবীদের মধ্যে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, এ জে মোহাম্মদ আলি, জয়নাল আবেদিন ও মাহবুব উদ্দিন খোকন।

তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ! আইনজীবীদের আর কী বললেন খালেদা জিয়া

রেজাক খান বলেন, জেলে স্যাঁতসেঁতে পরিবেশে থাকার কারণে দিন দিন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। মেডিক্যাল গ্রাউন্ডে জামিন দিয়েছে হাইকোর্ট, এটা সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য খালেদা জিয়া তাদের বলেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া জেল বন্দি রয়েছেন। ৮ মে এই মামলায় তাঁর জামিন প্রশ্নে আপিল বিভাগে শুনানির দিন ধার্য আছে। এ বিষয়ে খালেদা জিয়া তাঁর আইনজীবীদের পরামর্শ দিয়েছেন।

আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে এবং তার ৫০ বছরের ক্রিমিনাল প্র্যাকটিসে পাঁচ বছর সাজার পর হাইকোর্ট যখন জামিন দেয়, উচ্চ আদালত সেই জামিন কখনও স্থগিত করেনি। এখানে শুধু স্থগিতই করেনি, এখানে তাঁরা পূর্ণাঙ্গ শুনানির জন্য দীর্ঘ সময় দিয়ে তারিখ নির্ধারণ করে দিয়েছেন।

আইনজীবী জয়নাল আবেদিন বলেছেন, ম্যাডাম খুবই অসুস্থ। তাঁর যে বাম হাত তিনি নাড়াতে পারেন না, তা শক্ত হয়ে গেছে এবং ঘাড়েও সমস্যা আছে। অর্থাৎ এই রকম একটি স্যাঁতসেঁতে জায়গায় বন্দি থাকা অবস্থায় যে রকম অবস্থা হয়, ম্যাডামের তা-ই হয়েছে।

জয়নাল আবেদিন বলেছেন, তারা আগেও বলেছেন, এখনও বলছেন, ম্যাডামের যে চিকিৎসা দরকার তা জেলখানায় সম্ভব নয়। জেল কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছে তাঁর চিকিৎসার জন্য। কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দেশের তিন-তিনবারের প্রধানমন্ত্রী, দেশের বৃহৎ গণতান্ত্রিক দলের প্রধান, জেলখানায় আছেন, কী মামলায় আছেন সবাই তা জানেন। একটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় খালেদা জিয়া বিনা চিকিৎসায় জেলখানায় কষ্ট পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জয়নাল আবেদিন। এটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

English summary
Ex PM of Bangladesh Khaleda Zia says She is seriously ill in custody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X