ভারতের নজর ঘোরাতেই কি আলোচনা? LAC বরাবর তিনটি সেক্টরে সেনা বাড়ানোয় প্রশ্ন উঠছে চিনের উপর
বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় দুই দেশের আলোচনা। আলোচনা যখন দ্বিতীয় দফায় ঠিক তখনই ফের এলএসি বরাবর সেনা তৎপরতা শুরু করেছে চিন। প্রায় ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করেছে বেজিং।

লাদাখ ছাড়া বাকি সেক্টরেও সেনা বৃদ্ধি চিনের
লাদাখের পাশাপাশি উত্তর-পূর্ব সেক্টর সহ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও সেনা বাড়িয়েছে চিন। সূত্রের খবর যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। এতদিন ভারত-চিন সেনার স্ট্যান্ড অফ চলছিল লাদাখে। তবে এই পরিস্থিতি এবার ভারতের উত্তর-পূর্বেও দেখা দিতে পারে।

উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসিতে চিনা সেনা
জানা গিয়েছে, লাদাখ নিয়ে শান্তি আলোচনা চালাতে থাকলেও চিন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বরাবর এলএসি-তে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে চিন। এদিকে চিনের পক্ষ থেকে কোনও আক্রমণ প্রতিহত করার জন্য ভারত এই তিনটি সেক্টরে সেনা বাড়িয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রের সূত্র মারফত।

এলএসি নিয়ে মূল বিবাদ
চিন ও ভারতের মধ্যে যে বিতর্কিত সীমানা রয়েছে, তা হল এলএসি। এটি তিনটি এলাকায় বিভক্ত, পশ্চিম সেক্টর, মধ্য সেক্টর ও পূর্ব সেক্টরে লাদাখ। কোনটি আসল সীমানা তা নিয়ে এই এলাকায় দ্বন্দ্ব রয়েছে। ৩,৪৮৮ কিলোমিটারের এই রাস্তা ধরে সমস্যা রয়েছে দুই দেশে। এই এলাকা ভারতের। অন্যদিকে, চিনের দাবি ২ হাজার কিলোমিটারই তাদের প্রাপ্য।

শান্তির পথে পদক্ষেপ
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে গালওয়ান এলাকা থেকে প্রায় ২.৫ কিমি পিছু হটে চিনের পিপল লিবারেশন আর্মির সেনা দল। ভারতও তাদের সেনাকে সরিয়ে নিয়েছে। তবে সেনা সরালেও এখনও লাদাখের খুব কাছেই এখনও ট্যাঙ্ক সহ চিনের ১০ হাজার সেনা উপস্থিত রয়েছে।

ভারতের সঙ্গে ঐক্যমত্যে চিন
জানা গিয়েছে, গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪, পেট্রোলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং এলাকা সহ আরও কয়েকটি জায়গা নিয়ে বুধবার ফের দুই দেশের সেনার তরফে আলোচনা হয়। তবে তার আগে বেজিংকে তাদের সেনা পুরোপুরি সরাতে হবে বলে কড়া বার্তা দেয় দিল্লি। সেই বৈঠকের পর ভারতের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারা সম্ভব বলে আশা ব্যক্ত করা হয় চিনের তরফে। তবে এরপরও চিন সীমান্ত বরাবর সেনা বাড়ানো থামায়নি।

লাদাখে 'ডিসএনগেজমেন্ট' নিয়ে চিনের গোপনীয়তা
লাদাখে 'ডিসএনগেজমেন্ট' নিয়ে চিনের তরফে বিস্তারে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। লাদাখ সীমান্তে যা হয়েছে তাকে ভারত ও চিনের তরফে 'লিমিটেড ডিসএনগেজমেন্ট' বলে আখ্যা দেওয়া হচ্ছে। চিনের দাবি, পরিস্থিতি খানিকটা শান্ত হচ্ছে লাদাখে। সেখানে ইতিমধ্যই ইতিবাচক পদক্ষেপ দুটি দেশের তরফে নেওয়া হয়েছে।

অসন্তুষ্ট সেনা নিয়ে করোনা লড়াই সম্ভব নয়, চিকিৎসকদের বেতন সমস্যা নিয়ে কড়া বার্তা সুপ্রিমকোর্টের