For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার দশক পর জেগে উঠল চিলির কালবুকো আগ্নেয়গিরি

  • |
Google Oneindia Bengali News

সান্তিয়াগো, ২৩ এপ্রিল : বেশ কয়েক দশক সুপ্ত অবস্থায় থাকার পর জেগে উঠেছে দক্ষিণ চিলির কালবুকো আগ্নেয়গিরি। প্রায় ৪২ বছর পর আবারও সেই আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে।

বেশ কয়েক কিলোমিটার এলাকা পুরু ছাইয়ে ঢেকে গিয়েছে। স্থানীয় প্রশাসন এলাকায় লাল সতর্কতা জারি করেছে। সবচেয়ে কাছের শহর এনসেনাদা ও আশেপাশের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাস করা বাসিন্দাদের অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

চার দশক পর জেগে উঠল চিলির কালবুকো আগ্নেয়গিরি


চিলির জীবন্ত আগ্নেয়গিরিগুলির মধ্যে অন্যতম কালবুকো এত বছর ধরে ঘুমিয়ে থাকায় সেভাবে তার তদারকি করা হয়নি বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের এক আধিকারিক।

চিলির পর্যটন শহর পুয়ের্তো বারাস ও পুয়ের্তো মন্ত সবচেয়ে কাছের শহর। এই দুটি কালো ছাইয়ের চাদরে ঢেকে গিয়েছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় আগ্নেয়গিরিটির মুখ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখান থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আর্জেন্তিনাও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার পর চিলিতেই বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে ৫০০ টি আগ্নেয়গিরি জীবন্ত অবস্থায় রয়েছে।

English summary
Evacuation as Calbuco volcano erupts in Chile
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X