For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ ও কাশ্মীর নিয়ে ভোটাভুটি হবে ইউরোপের পার্লামেন্টে, অস্বস্তিতে মোদী সরকার

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর এবং সিএএ নিয়ে প্রস্তাবনা পেশের পর এর উপর ভোটাভুটি হবে ইউরোপের পার্লামেন্টে। ২৯ ও ৩০ জানুয়ারি, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই বিষয়ে আলোচনা হয়ে তার উপর ভোটাভুটি হবে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে ভয়ঙ্কর ও বিভেদ সৃষ্টিকারী আখ্যা দিয়ে ২৪টি দেশের দক্ষিণপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি ও সোশ্যাল অ্যান্ড ডেমোক্র্যাট সহ পাঁচটি গ্রুপের ৬২৬ জন সদস্য এই প্রস্তাব পেশ করে।

সিএএ বিরোধী প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া

সিএএ বিরোধী প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে সিএএ বিরোধী প্রস্তাব পেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত। তবে ভারতের এখনও অবস্থান যে এই বিষয়টি সম্পূর্ণ ভাবে অভ্যন্তরীণ বিষয়। প্রস্তাব পেশ ও সমর্থন যারা করছেন তারা সব বিষয় খুঁটিনাটি জানতে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলে আশা প্রকাশ করছে কেন্দ্র। ভারতের তরফে আশা করা হচ্ছে, গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকারের তৈরি আইনের বিরুদ্ধে ইইউ পার্লামেন্ট এমন কোনও পদক্ষেপ করবে না যাতে প্রশ্ন ওঠে।

ইউরোপ সফরের আগে অস্বস্তিতে মোদী

ইউরোপ সফরের আগে অস্বস্তিতে মোদী

চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাসেলসে যাওয়ার কথা রয়েছে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে তাঁর। তার ঠিক দুই মাস আগে ইইউ পার্লামেন্টে সিএএ বিরোধী প্রস্তাব পেশ মোদী সরকারের অস্বস্তি বাড়াল বলেই মনে করা হচ্ছে।

ইইউ-র আধিকারিকের সঙ্গে মোদীর বৈঠক

ইইউ-র আধিকারিকের সঙ্গে মোদীর বৈঠক

এর আগে ১৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পদস্থ আধিকারিক জোসেপ বোরেল ফন্টেলিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করেন বলে জানা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এই বিবৃতিতে এই প্রসঙ্গে বলা হয় মোদী ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে বিশেষত জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার বিষয় গুলিই পুনরায় তুলে ধরার চেষ্টা করেন। তবে এই সময় সিএএ ও কাশ্মীর নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর।

ইউরোপীয় সংসদের সদস্যদের কাশ্মীর সফর

ইউরোপীয় সংসদের সদস্যদের কাশ্মীর সফর

কয়েকদিন আগেই ইউরোপীয় সংসদের সদস্যদের একটি প্রতিনিধি দল কাশ্মীর সফরে যান। সেখানে তারা পরিস্থিতি পর্যালোচনা করে জানিয়েছিলেন যে ভারত সরকার ভালো কাজ করছে। যদিও রাজনৈতিক নেতাদের মুক্তির পক্ষে সওয়াল করছিলেন অনেকে। এবার দেখার বিষয় মোদীর ইউরোপ সফরের আগে কেন্দ্রের মাণ রক্ষা হয় কি না!

English summary
european parliament to vote on kashmir and caa puttion modi gov in discomfort
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X