চিনের সঙ্গে এখনই সংঘাতের রাস্তায় যেতে রাজি নয় ইইউ! 'ঠান্ডা লড়াই' নিয়ে বড় বার্তা
গোটা বিশ্ব করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে ফুঁসছে। এমন অবস্থায় বহু দেশেরই নিশানায় ইওরোপিয় ইউনিয়ন। জার্মানি , আমেরিকা সহ বিভিন্ন দেশের রোষানলে আপাতত চিন। এমন পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করল ইউরোপিয় ইউনিয়ন।

ঠান্ডা লড়াই নয়!
ইওরোপিয় ইউনিয়নের প্রধান কূটনীতিবিদ চিনকে আস্বূস্তি করে জানিয়েছে যে তারা কোনও মতেই চিনের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটতে চাইছে না। ফলে মার্কিন মুলুকের অবস্থানের থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গেল ইইউ।

কী জানানো হয়েছে?
জানা গিয়েছে, বহু ভুয়ো তথ্য মহামারীর সময় উঠে আসছে বলে জানিয়েছে ইওরোপিয়ান ইউনিয়ন। ফলে সেই সূত্র ধরে চিনের সঙ্গে কোনও রকমের ঠান্ডা লড়াইয়ের পথে আপাতত যেতে চাইছে না ইইউ।

কোনও যুদ্ধ শুরু হবে না!
চিনকে আস্বস্ত করে ইওকোপের তরফে ইউনিয়ন জানিয়েছে যে কোনও রকমের যুদ্ধের মেজাজে এই মহাদেশ নেই। আপাপ ইউরোপের দেশগুলি করোনা মহামারী রোধের দিকে বেশি ঝুঁকে রয়েছে।

মার্কিন ধাক্কা!
ইউ-এর এমন অবস্থানের ফলাফল মার্কিন কূটনীতিকে বড় সড় ধাক্কা দিয়েছে। চিনের বিরুদ্ধে মার্কিন রাজনীতি ক্রমাগত ফুঁসে উঠেছে করোনা ঘিরে। এমন অবস্থায় আমেরিকা জার্মানিকে খানিকটা পাশে পেলেও ইইউ সেই গুড়ে বালি ঢেলে দিয়েছে আজ।

নীরব মোদীর গোডাউন থেকে কোটি কোটি টাকার গয়না উদ্ধার! হংকং থেকে কোথায় যাচ্ছে গয়না