For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মহত্যার হুমকি এরশাদের, আজ সরকার ছাড়ছেন জাপা মন্ত্রীরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

এরশাদ
ঢাকা, ৫ ডিসেম্বর: সরকারের ওপর চাপ বাড়িয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দিলেন জাতীয় পার্টির কর্ণধার এরশাদ। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, আগামী ৫ জানুয়ারির সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।

সরাসরি তিনি অভিযোগ করেন, "আমার কাছে খবর আছে, আমাকে গ্রেফতার করতে চাইছে পুলিশ। কিন্তু, জেনে রাখুন, বাড়িতে চারটে পিস্তল লোড করে রেখেছি। পুলিশ আমার গায়ে হাত দেওয়ার আগে আমি মরে যাব। সরকারকে বলে দিয়েছি, কোনও চালাকি করলে চারটে পিস্তল আছে, এগুলো দিয়ে আমি সুইসাইড করব। দিস ইজ মাই প্রমিস।"

এদিকে, বৃহস্পতিবারই সরকার ছেড়ে বেরিয়ে আসছেন জাতীয় পার্টির (জাপা) সব মন্ত্রী ও উপদেষ্টা। গত ৩ নভেম্বর সাধারণ নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন এরশাদ। গতকাল ভারতের বিদেশ সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি ঘোষণা করেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার ছেড়েও বেরিয়ে আসবে তাঁর দল। আর তাই সরকার ছেড়ে বেরিয়ে আসতে দলীয় মন্ত্রী-উপদেষ্টাদের নির্দেশ দেন তিনি। এরশাদ বলেন, সুজাতা সিং অনুরোধ করেছিলেন, জাতীয় পার্টি যেন ভোটে অংশ নেয়। কিন্তু, দেশের বর্তমান অবস্থায় অবাধ নির্বাচন সম্ভব নয়। প্রসঙ্গত, এরশাদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি আওয়ামি লিগ।

English summary
Ershad threatens suicide, JP ministers to quit today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X