For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন থেকে এখনও তিনি ভারতীয়! জানুন কী খেতে সব থেকে বেশি ভালোবাসেন কমলা হ্যারিস

Google Oneindia Bengali News

কমলা হ্যারিসের সম্মানে তাঁর সব থেকে প্রিয় খাবার তেতুল ভাত তৈরি করে তাঁকে সম্মান জানালেন সুপার মডেল, লেখক তথা কুক শো-এর উপস্থাপক পদ্মা লক্ষ্মী। কমলা হ্যারিসেন নাড়ির যোগ ভারতের তামিলনাড়ুর সঙ্গে জুড়ে। সেখান থেকেই তেতুল কারি সহ ভাত খাওয়ার প্রতি আকৃষ্ট হয়েছেন কমলা হ্যারিস। জানা যায় কমলার মা এই রান্নাটি তাঁকে করে খাওয়াতেন।

রান্নার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন পদ্মা লক্ষ্মী

রান্নার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন পদ্মা লক্ষ্মী

এদিন এই রান্নার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন পদ্মা লক্ষ্মী। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিও আপলোড করে পদ্মা বলেন, 'আমি আমাদের নতুন উপরাষ্ট্রপতির সম্মানে এই ভারতীয় রান্নাটি করছি। এটি খেতে তিনি খুব ভালোবাসেন।' উল্লেখ্য, কমলার মায়ের মতো পদ্মারও জন্ম চেন্নাইতে। চার বছর বয়সে তিনি আমেরিকা চলে আসেন। পরবর্তীতে নিজের কাজের জন্যে এমি অ্যাওয়ার্ডও পান তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট

এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন কমলা হ্যারিস। শুধু প্রথম নারীই নন, দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে চলেছেন তিনি। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি সোনিয়া সটোমেয়রের কাছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৫৬ বছর বয়সী কমলা। এই শপথের মাধ্যমে সোনিয়াও শপথ পাঠ করানো প্রথম ল্যাটিন বিচারপতি হিসেবে ইতিহাসে স্থান করে নিচ্ছেন।

আমেরিকান মানুষের কাছে বার্তা

আমেরিকান মানুষের কাছে বার্তা

ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমেরিকান মানুষের কাছে যে বার্তা দিয়েছিলেন, এবং অন্যান্য বার্তাও প্রতিবারই খুব ব্যক্তিগত ছিল৷ তিনি গোড়ার দিকে টুইটে লিখেছিলেন, 'আমার মা শ্যামলা আমাকে ও আমার বোনকে বলেছিলেন, যদি কখনও কোনও সমস্যায় পড়, তাহলে কোনও অভিযোগ করবে না৷ যা করার নিজেরা করবে৷ তিনি ও তাঁর মতো লোকেদের জন্যই পরিবর্তন সম্ভব হয়, যখন কাজ করা হয়৷'

English summary
Emmy winner Padma Lakshmi cooks tamarind rice in respect of US VP Elect Kamala Harris
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X