For Quick Alerts
For Daily Alerts
বাবা হলেন ইলন মাস্ক, ছেলের নাম রাখলেন X Æ A-12
স্পেস এক্স-এর সিইও ইলন মাস্কের সোমবার পুত্রসন্তান হয়েছে। মা ও ছেলে দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন মাস্ক। একইসঙ্গে তিনি তার ছেলের নাম জানিয়েছেন। যা শুনে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।

মাস্ক ছেলে কোলে নিজের একটি ছবি পোস্ট করেছেন। এবং সেখানে ছেলের নাম জানিয়েছেন। তা হল X Æ A-12। পরে কেন এমন নাম রাখা হল তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। লোকে এখন জানতে চাইছে কীভাবে এই নামে ছেলেকে ডাকা হবে।
মাস্ক এর স্ত্রীর নাম ক্লেয়ার বাউচার। তাঁর সঙ্গে মাস্কের এটি প্রথম সন্তান। তবে এছাড়াও মাস্কের আরও পাঁচ পুত্র সন্তান রয়েছে। এর আগে তিনবার বিবাহ বিচ্ছেদ ঘটেছে ইলন মাস্কের।
গতবছর ইলন ও ক্লেয়ার তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তারপর এবছর জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান ক্লেয়ার। সোমবার তাঁদের সন্তানের জন্ম হয়েছে।