জুকারবার্গকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী হিসাবে তালিকায় নাম লেখালেন ইলন মাস্ক
বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি হিসাবে নাম উঠে এল স্পেসএক্সের সিইও ইলন মাস্কের। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ীস মাস্কের সম্পত্তির পরিমাণ ১১১.৩ বিলিয়ন মার্কিন ডলার। ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের সঙ্গে তুলনা করলে তা সামাণ্য কিছু বেশি। জুকারবার্গের সম্পত্তির পরিমাণ ১১০.৫ বিলিয়ন মার্কিন ডলার।

জানা গিয়েছে, আচমকাই টেসলা শেয়ারের ওপর ভর করেই ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। টেসলা শেয়ার ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার জন্য এ বছর ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেয়েছে ৮৭.৮ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস মহামারির সময় খুচরো বিনিয়োগকারীদের কাছে এই টেসলা বৃহত্তর সুযোগ সুবিধা এনে দিয়েছে। গত মাসে মাত্র চার ঘণ্টার ব্যবধানে ৪০,০০০ রবিনহুড অ্যাকাউন্টের সঙ্গে টেসলা শেয়ার যুক্ত হয়েছে।
গত সপ্তাহে মাস্ক ব্যক্তিগত সম্পদের দিক থেকে যুক্ত হয়েছেন জুকারবার্গ, বেজস ও মাইক্রোসফট কর্পোরেট সহ–প্রতিষ্ঠাতা বিল গেটসের এলিট ক্লাবে, কারণ তাঁর সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে এই ধন কুবেরদের মতোই।
করোনায় আক্রান্ত হয়ে সংকটজনক কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী! দেওয়া হল প্লাজমা থেরাপি