For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারের সৌদি অংশীদারদের আক্রমণ এলন মাস্কের

টুইটারের সৌদি অংশীদারদের আক্রমণ এলন মাস্কের

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক সম্প্রতি টুইটারে কেনার আগ্রহ প্রকাশ করেছেন৷ মাস্ক টুইটার কেনার জন্য ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি টুইটারের বোর্ডরুম লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন মাস্ক। অন্যদিকে টুইটারে উল্লেখযোগ্য অংশীদারিত্বের অধিকারী অনেকেই এলনকে টুইটার বিক্রির বিরোধিতা করেছেন৷ এই অংশীদারদের মধ্যে একজন হলেন সৌদি আরবের ব্যবসায়ী তালাল আলওয়ালিদ। যিনি সৌদি সরকারের পাশাপাশি এই সোশ্যাল মিডিয়া অ্যাপসটির একটি উল্লেখযোগ্য অংশীদারিত্বের অধিকারী। মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিলে আলওয়ালিদ সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। টুইটারে তিনি এবিষয়ে একটি টুইটও করেছেন৷ এর পাল্টা টুইটারের সৌদি অংশীদারদের আক্রমণ শানিয়েছেন মাস্ক৷

টুইটারে কী লিখেছেন তালাল?

টুইটারে কী লিখেছেন তালাল?

সৌদি আরবের ব্যবসায়ী প্রিন্স তালাল আলওয়ালিদ লিখেছেন, আমি বিশ্বাস করি না যে এলন মাস্কের প্রস্তাবিত ৪৩ বিলিয়ন ডলায় অফারটি টুইটারের বৃদ্ধির সম্ভাবনার অন্তর্নিহিত মূল্যের কাছাকাছি একটি দাম৷ টুইটারের বৃহত্তম এবং দীর্ঘমেয়াদী শেয়ারহোল্ডারদের একজন হওয়ায়, কিংডম হোল্ডিং কোম্পানি এবং আমি এই অফারটি প্রত্যাখ্যান করি।' মূলত তালালের এই টুইটের পর থেকেই টুইটারে সৌদি আরবের টুইটার অংশীদারদের আক্রমণ শুরু করেছেন মাস্ক।

টুইটারে কী লিখেছেন মাস্ক?

টুইটারে কী লিখেছেন মাস্ক?

সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদের টুইটের পাল্টা মাস্ক লিখেছেন, বিষয়টি আকর্ষণীয়। আমি মাত্র দুটি প্রশ্ন করতে চাই যদি আমাকে সুযোগ দেওয়া হয়। এক, কিংডম টুইটারের কতটা মালিকনায় রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে? এবং সাংবাদিকতার বাক স্বাধীনতার বিষয়ে কিংডমের দৃষ্টিভঙ্গি কী?'

টুইটারের চেয়ারপার্সনকে চিঠিতে যা লিখেছেন মাস্ক!

টুইটারের চেয়ারপার্সনকে চিঠিতে যা লিখেছেন মাস্ক!

টুইটার কিনতে চেয়ে সংস্থাটির চেয়ার পার্সনকে দেওয়া চিঠিতে মাস্ক লিখেছেন, ' আমি টুইটারে বিনিয়োগ করেছি কারণ আমি বিশ্বাস করি বিশ্বজুড়ে বাকস্বাধীনতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এর৷ আমি বিশ্বাস করি যে একটি কার্যকর গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা একটি সামাজিক প্রয়োজন৷ টুইটারে এ সংক্রান্ত অসাধারণ সম্ভাবনা রয়েছে। এবং আমি এটিকে আনলক করব।'

টেড-টক শো-তে এসে যা বললেন এলন!

টেড-টক শো-তে এসে যা বললেন এলন!

এই টুইটার কেনা বেচার বিতর্কের কয়েকঘন্টার মধ্যেই একটি টেড টক-এ, মাস্ক বলেছেন যে তিনি অর্থোপার্জনের জন্য টুইটার কেনার চেষ্টা করছেন না। তিনি সভ্যতার একটি গুরুত্বপূর্ন অংশ বাকস্বাধীনত বাঁচানোর জন্য টুইটারের মালিকানা পেতে আগ্রহী।

রেকর্ড সংখ্যায় ডাক্তার পাবে দেশ! চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তনের আশ্বাস মোদীর রেকর্ড সংখ্যায় ডাক্তার পাবে দেশ! চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তনের আশ্বাস মোদীর

English summary
Elon Musk attacks Saudi partners of Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X