For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যবর্তী নির্বাচনে আমেরিকা, কিন্তু এই ভোটবাজারে আকর্ষণ হাতি আর খচ্চর! কেন এমন পরিস্থিতি

মধ্যবর্তী নির্বাচনে আমেরিকা। মনে করা হচ্ছে এই নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অ্যাসিড টেস্ট। কারণ ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

Google Oneindia Bengali News

মধ্যবর্তী নির্বাচনে আমেরিকা। মনে করা হচ্ছিল এই নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অ্যাসিড টেস্ট। কারণ ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এরমধ্যে সবচেয়ে বেশি বাজার গরম করেছে তাঁর যৌন-কেলেঙ্কারির পর্দা ফাঁস। এমনকী, গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসন থেকে বেশকিছু কর্তাব্যক্তিও পদত্যাগ করেছেন। প্রতিনিয়ত আমেরিকায় একটা বিশাল সংখ্যক মহলেও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। আর সেই ছবিরই প্রতিফলন ঘটল আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে।

মধ্যবর্তী নির্বাচনে এখন বাজার কাঁপাচ্ছে এই দুই জন্তু

এহেন পরিস্থিতিতে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের অবস্থাটা আরও খানিকটা টের পাওয়া গেল বলেই মনে করা হচ্ছে। এই দফায় সেনেটের ৩৫টি আসন এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর ৪৩৫টি আসনে ভোটগ্রহণ হয়। দুটো হাউসেই ডেমোক্র্য়াটরা সংখ্যাধিক্য ছিল না। গণনার যে ফল বেরিয়েছে তাতে ডেমেক্র্যাটরা এগিয়ে রয়েছে।

মার্কিন দেশে এই নির্বাচনের আবহে অবশ্য পরিবেশ জমজমাট করে দিয়েছে হাতি ও খচ্চর-এর তরজা। ১৮৭৪ সালে জার্মানি বংশোদ্ভূত কার্টুনিস্ট টমাস নেস্ট, যাকে আবার আমেরিকার কার্টুনের ফাদার-ফিগার বলে মনে করা হয়, তিনি রিপাবলিকানদের উদ্দেশ্য করে একটি হাতির ছবি এঁকেছিলেন। যার নাম দিয়েছিলেন 'দ্য থার্ড টার্ম প্যানিক'। এই কার্টুনটি ১৮৫৭ সাল এবং ১৯১৬ সালে আমেরিকার রাজনৈতিক ম্যাগাজিন হার্পার'স উইকলি-তেও প্রকাশ পেয়েছিল। এই কার্টুন টমাস নেস্ট এঁকেছিলেন নিউ ইয়র্ক হেরাল্ড এক বিতর্কিত প্রতিবেদনের পর। এই প্রতিবেদনে আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট ইউলিসেস এস গ্র্য়ান্ট-এর থার্ড-টার্ম-এর কঠোর সমালোচনা করেন নিউ ইয়র্ক হেরাল্ডের মালিক। এই প্রতিবেদনে একটা গাধার ছবি ছিল যা হেরাল্ড-কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছিল। যেন গাধা-রূপি হেরাল্ড জঙ্গলের অন্য জন্তুদের বিশেষ করে হাতি বা রিপাবলিকান ভোটকে চোখ-রাঙানি দিচ্ছে কারণ, সে সময় রিপাবলিকানদের ভোট কমছে বলেই মনে করা হচ্ছিল।

তবে, এই গাধার সঙ্গে ডেমোক্র্যাটদের খচ্চরের কোনও মিল ছিল না। ১৮২৮ সালে ডেমোক্র্য়াট অ্যান্ড্রিউ জ্যাকসন যাঁকে তাঁর সমালোচকরা তাঁর ভোটব্যাঙ্কমুখী জনপ্রিয়তার জন্য 'জ্যাকঅ্যাস' নাম দিয়েছিলেন তাঁর স্লোগানই ছিল 'লেট দ্য পিপল রুল'। জ্য়াকসন তাঁর এই 'জ্যাকঅ্যাস' নামকে ব্র্য়ান্ডিং করার চিন্তা করেন। সেই কারণে তিনি তাঁর নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনে একটা খচ্চরে ছবি এঁকে দিয়েছিলেন। পরে অবশ্য টমাস নেস্ট ডেমোক্র্য়াটদের বোঝানোর জন্য এই খচ্চর-এর কার্টুন-কে বহুল প্রচারিত করেছিলেন।

English summary
America now went to mid-term poll. Moreover this poll has entertained by two cartoons of elephant and donkey. Elephant depicts the Republican and donkey depicts Democrat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X