For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন ইলেক্টোরাল কলেজের ঘোষণায় ট্রাম্পের হার ও বাইডেনের জয়ের বার্তা

  • |
Google Oneindia Bengali News

মার্কিন ইলেকট্কোরাল কলেজ সোমবার জানিয়েছে আমেরিকার নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জিতেছেন জো বাইডেন। বাইডেনের পক্ষে ৩০৬ টি ইলেক্টোরাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত মাসের হাইভোল্টেজ নির্বাচবনের এর এবার ঘোষিত হল আমেরিকার ইলেক্টোরাল ভোটের ফলাফল।

মার্কিন ইলেক্টোরাল কলেজের ঘোষণায় ট্রাম্পের হার ও বাইডেনের জয়ের বার্তা

ইলেকটরদের ভোট ঘিরে গোটা আমেরিকার নিরাপত্তার কড়াকড়ি ছিল। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে দেশ এই ভোটে সোশ্যাল ডিসটেন্সিংকেও বেশ গুরুত্ব দিয়েছে। ইলেক্টোরাল ভোটের যে ফলাফল হবে তা এবার যাবে ওয়াশিংটন ডিসিতে। সেখানে ৬ জানুয়ারি এই ভোটের ফলাফল মিলিয়ে দেখা হবে। প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে এতদিন ট্রাম্প দাবি করছিলেন যে তিনিই জয়ী মার্কিন নির্বাচনে। তবে ইলেক্টোরাল ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর সেবিষয়ে স্পষ্ট হল আমেরিকার অবস্থান।

ক্যালিফোর্নিয়ার ৫৫ টি ইলেকটোরাল ভোট, ভারমন্টের ৩ টি ভোট, হাওয়াইয়ের ৪ টি ভোট সমস্ত ক্ষেত্রেই বাইডেনই জয়ের পরিস্থিতিতে যে রয়েছেন, তা ব্যক্ত করছে। স্বভাবতই এই জয়ে খুশি বাইডেন। 'আমেরিকায় এই আইনের শাসন,সংবিধান , আর মানুষের ইচ্ছার প্রকাশ দেখা যাচ্ছে। ' বলে তিনি মন্তব্য করেছেন।

English summary
Electoral College makes it official that Biden won, Trump lost in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X