For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ নির্বাচনে এবার বিদেশি পর্যবেক্ষক! জোর তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন

ইউরোপীয় ইউনিয়ন মুখ ফিরিয়ে নেওয়ায় এবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আনতে তৎপরতা শুরু করছে নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

ইউরোপীয় ইউনিয়ন মুখ ফিরিয়ে নেওয়ায় এবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আনতে তৎপরতা শুরু করছে নির্বাচন কমিশন। এই মর্মে শীর্ঘই বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। স্থির হয়েছে ২৫ নভেম্বর রবিবার বৈঠক অনুষ্ঠিত হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচনে পর্যবেক্ষণে না আসার সিদ্ধান্ত নিয়েছে। এরপরই ইসি বৈঠকে বসতে চলেছে বিদেশি পর্যবেক্ষক নিয়ে। সোমবার পররাষ্ট্র সচিব মহম্মদ শহিদুল হক সিইসি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসির যুগ্ম সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন এবার পর্যবেক্ষণে আসবে না বলে জানিয়েছে। তাই অন্যদের পর্যবেক্ষণে আনার ভাবনা।

সাধারণ নির্বাচনে এবার বিদেশি পর্যবেক্ষক! জোর তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট দফতর, ইমিগ্রেশন সংশ্লিষ্টরা উপস্থিত থাকবে বৈঠকে। ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে কমিশনের কী ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে। তবে কোন দেশ থেকে আসতে পারে পর্যবেক্ষক, তা নিয়ে কোনও আলোচনা হয়নি এখনও। এ ব্যাপের সিদ্ধান্ত নেওয়ার পরই, কোন দেশ থেকে পর্যবেক্ষক আনা হতে পারে, তা চূড়ান্ত হবে।

এতদিন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠিয়ে এসেছে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে হিংসার কারণে ইইউ মুখ ফিরিয়ে নেয়। অন্যরাও একই কারণে পর্যবেক্ষণে আসতে চায়নি। এবারও ইউরোপীয় ইউনিয়ন না আসতে চাওয়ায় জরুরি ভিত্তিতে বিদেশি পর্যটক আনতে সচেষ্ট হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এর আগে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে মাত্র চারজন বিদেশি পর্যবেক্ষক আসে। ২০০৮ সালে ৫৯৩ জন, ২০০১ সালে ২২৫ জন, ১৯৯৬ সালে ২৬৫ জন ও ১৯৯১ সালে ৫৯ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচনে পর্যবেক্ষণের দায়িত্ব সামলান। এদিন ফের ১১৮টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বৈঠকে বসছে কমিশন। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হবে বাংলাদেশে।

English summary
Election Commission emphasizes foreign observer for Bangladesh Election. EC calls meeting on 25 November for foreign observers,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X