For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষিত মহিলারই ২০ বছরের জেল! আজব আইন এল সালভাদরে, কারণ জানলে অবাক হবেন

কারাবাসে যেতে হয়েছে ইমেল্ডা কোর্টেসকে। কারণ যে দেশের তিনি বাসিন্দা সেই এল সালভাদরে গর্ভপাতের নিয়মের খুব কড়াকড়ি।

  • |
Google Oneindia Bengali News

ধর্ষিত হতে হয়েছে। মহিলা হিসাবে সমস্ত সম্ভ্রম খোয়াতে হয়েছে। তারপরও বিড়ম্বনার শেষ হয়নি। ২০ বছরের কারাবাসে যেতে হয়েছে ইমেল্ডা কোর্টেসকে। কারণ যে দেশের তিনি বাসিন্দা সেই এল সালভাদরে গর্ভপাতের নিয়মের খুব কড়াকড়ি। সেই নিয়মের ফেরেই ইমেল্ডাকে ২০ বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছে।

ধর্ষিত মহিলার ২০ বছরের জেল, আজব আইন এল সালভাদরে, কারণ জানলে অবাক হবেন

ইমেন্ডাকে শাস্তির পরই ফের একবার মধ্য আমেরিকার দেশে গর্ভপাতের নিয়ম নিয়ে কড়াকড়ির প্রসঙ্গে সমালোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ইমেল্ডা ১৮ বছর বয়সে সৎ বাবার কারণে গর্ভবতী হয়ে পড়েন। পরে সেই গর্ভের সন্তানকে নষ্ট করার অভিযোগে ইমেল্ডাকে কারাবাসে পাঠানো হয়। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

[আরও পড়ুন: এক গ্লাস মদ না পেয়ে পাইলটের গায়ে থুতু, মহিলা বিমানযাত্রীর কীর্তি মুহূর্তে ভাইরাল][আরও পড়ুন: এক গ্লাস মদ না পেয়ে পাইলটের গায়ে থুতু, মহিলা বিমানযাত্রীর কীর্তি মুহূর্তে ভাইরাল]

তবে ইমেল্ডার আইনজীবী তাঁকে মুক্ত করার আবেদন জানিয়েছেন। শুধু ইমেল্ডা নন এমন ২৫জন মহিলা এল সালভাদরের জেলে বন্দি রয়েছেন। কারণ সেদেশে আইন গর্ভপাতকে খুনের সমান অপরাধ বলে মনে করে।

জেলবন্দি মহিলাদের অনেকে দাবি, মিসক্যারেজ সহ নানা গর্ভধারণ সংক্রান্ত সংস্যায় মহিলা পড়েন যেখানে সরকার সমবেদনা জানানোর বদলে ভুল কারণে সাজা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়।

[আরও পড়ুন: বাড়িতে তিরবিদ্ধ সন্তানসম্ভবা মহিলা, আশ্চর্য রক্ষা গর্ভস্থ শিশুর, লন্ডনে মর্মান্তিক ঘটনা][আরও পড়ুন: বাড়িতে তিরবিদ্ধ সন্তানসম্ভবা মহিলা, আশ্চর্য রক্ষা গর্ভস্থ শিশুর, লন্ডনে মর্মান্তিক ঘটনা]

এবছরের শুরুতে রাষ্ট্রপুঞ্জের তরফেও এল সালভাদরের এই কালো আইন বদলের আবেদন জানানো হয়। ইমেল্ডার ঘটনায় তা ফের নতুন করে জল-বাতাস পেল।

[আরও পড়ুন: জঙ্গি হামলার স্মৃতি উস্কে পাঠানকোটে ফের গাড়ি ছিনতাই! এলাকা ঘিরে তল্লাশি][আরও পড়ুন: জঙ্গি হামলার স্মৃতি উস্কে পাঠানকোটে ফের গাড়ি ছিনতাই! এলাকা ঘিরে তল্লাশি]

English summary
El Salvador woman’s ordeal: Rape victim jailed for 20 years!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X