For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক

প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক

Google Oneindia Bengali News

৯১ বছর বয়সে মারা গেলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। জানা গিয়েছে মিশরের রাজধানী কায়রোর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এর আগে ১৯৮১ সাল থেকে একটানা তিন দশক দেশটির মসনদে ছিলেন মুবারক। পরবর্তীতে ২০১১ সালে মিশরজুড়ে জন বিক্ষোভের জেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন মুবারক।

প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক

জানা গিয়েছে যে ২০২০ সালের প্রথম থেকেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন মুবারক। পরে জানুয়ারির শেষ দিকে একটি অস্ত্রপচার করা হয় তাঁর শরীরে। এরপর থেকে তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়।

ক্ষমতা ছাড়ার পরেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মিশরের আদালতে শুরু হয় বিভিন্ন মামলা। সেই অবস্থায় তাঁকে তোলা হয় কাঠগড়ায়। যেতে হয় জেলে। এরপর ২০১৩ সালে মিশরে ফের সেনা অভ্যুত্থান হয়। এরপর সব অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয় হসনি মুবারককে। ২০১৭ সালে জেল থেকেও মুক্তি পান তিনি।

মোবারক ১৯২৮ সালে নীল নদের তীরে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটি জটিল উত্তরাধিকার রেখে গেছেন কারণ তাঁর শাসনের আংশিক বৈশিষ্ট্য ছিল দুর্নীতি, পুলিশ বর্বরতা, রাজনৈতিক দমন। তাঁর শাসনকালে অর্থনৈতিক সমস্যা জর্জরিত ছিল মিশর।

১৯৪৯ সালে মিশরের বায়ুসেনাতে যোগ দিয়ে ধীরে ধীরে পদন্নোতি হতে হতে ১৯৭২ সালে বায়ুসেনা প্রধান হন তিনি। এরপর ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আনওয়ার সাদাতের অধীনে দেশের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলান তিনি। শেষ পর্যন্ত ১৯৮১ সালের দেশের প্রেসিডেন্ট পদে বসেন। এরপর দীর্ঘ ৩০ বছর সেই পদে বহাল থাকেন তিনি।

English summary
Egypt's former president hosnni mubarak dies at the age of 91 in Cairo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X