For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষাই দূর করতে পারে মদের আসক্তি, দেখে নিন কি বলছে সমীক্ষা

শিক্ষাই দূর করতে পারে মদের আসক্তি, দেখে নিন কি বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

শিক্ষাই সব শক্তির মূল, এই প্রবাদটি প্রায় চারশো বছরের পুরনো। ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন কথাটি বলেছিলেন এবং তিনি তার যথার্থ ব্যাখ্যাও দিয়েছিলেন৷ শত শত বছর পরেও কথাটির মূল্য হারায়নি৷ সম্প্রতি একটি সমীক্ষায় দেখা যাচ্ছে দীর্ঘ সময় শিক্ষার পিছনে ব্যয় করার ফলে একজন মানুষের মদ্যপানের অভ্যাস বদলাতে পারে।

শিক্ষাই দূর করতে পারে মদের আসক্তি, দেখে নিন কি বলছে সমীক্ষা


মলিকিউলার সাইকিয়াট্রির একটি গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন শিক্ষায় ব্যয় করলে কোনও ব্যক্তির মদ আসক্তির পাশাপাশি হ্রাস পেতে পারে মদের প্রতি নির্ভরতাও। অ্যালকোহল ব্যবহারের পরিমাণ ও এর প্রতি নির্ভরতা নিয়ন্ত্রণে শিক্ষার সম্ভাব্য প্রভাব নির্ধারণ করতেই গবেষকরা এই সমীক্ষাটি চালান বলে জানা যাচ্ছে।

গবেষক ড: ফাল্ক লোহফ বলেছেন, "প্রায় ৭৮০,০০০ জন উপর আমরা সমীক্ষা করে আমরা দেখেছি যে অন্যান্য জিনগত উপাদান বাদেও অতিরিক্ত সাড়ে তিন বছরের শিক্ষা মাদকাসক্তি এবং মদের ওপর নির্ভরতাকে প্রায় ৫০ শতাংশ হ্রাস করতে পারে।" উচ্চহারে মদ্যপান বা এক সাথে ৬ পেগের বেশি মদ্যপান করলে স্মৃতি ভ্রমের সম্ভাবনা থাকে বলেও জানিয়েছেন তিনি।

মহিলাদের থেকে পুরুষদেরই সাধারণত মদের প্রতি আসক্তি বেশি থাকতে দেখা যায়। বর্ধিত শিক্ষা অর্জনের সাথে সাথে জিনগত বৈচিত্র্যগুলিও পুরুষ এবং মহিলাদের উভয়েরই ঘন ঘন মদ্যপানের প্রবণতা কে দূর করে। লোহফ আরও জানান যে, "জিনগত বৈচিত্র্য কোনও ব্যক্তির মাদকাসক্তি ও মদের প্রতি নির্ভরতার উপর প্রভাব ফেলে। শিক্ষার্জন এটিকে খানিকটা নিয়ন্ত্রণ করে ঠিকই কিন্তু এর অর্থ এই নয় যে শিক্ষার্জন ছাড়া এই অভ্যাস পরিবর্তন করা যায়না।"

অমিত শাহের প্রস্তাবিত সারা দেশব্যাপী এনআরসি চালুর প্রস্তাব কেন সমালোচিত হচ্ছে জেনে নিনঅমিত শাহের প্রস্তাবিত সারা দেশব্যাপী এনআরসি চালুর প্রস্তাব কেন সমালোচিত হচ্ছে জেনে নিন

English summary
Education will reduce addiction to alcohol and see what the survey says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X