For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইজেরিয়ার রেস্তোরাঁয় প্লেটে সাজিয়ে পরিবেশন করা হতো রান্না করা নরমাংস, গ্রেফতার ১১

Google Oneindia Bengali News

নাইজেরিয়ার রেস্তোরাঁয় প্লেটে সাজিয়ে পরিবেশন করা হতো রান্না করা নরমাংস, গ্রেফতার ১১
নাইজেরিয়া, ৮ ফেব্রুয়ারি : আনামব্রার নাইজেরিয়ায় একটি রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হল। আইনি জটিলতা নেই কোনও। কাগজপত্রও রয়েছে। তাহলে বন্ধ হল কেন? কারণ ওই রেস্তোরাঁয় সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হতো মানুষের মাংস।

এই ঘটনায় ওই রেস্তোরাঁর মালিক-সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা রয়েছেন। এমনকী ওই রেস্তোরাঁ থেকে দুটি তাজা নরমুণ্ড উদ্ধার করেছে পুলিশ। সেলোফেন কাগজে মোরা ছিল মাথা দুটি।

এছাড়াও দুটি একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র, প্রচুর পরিমানে কার্তুজ, ও বেশ কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ ওই রেস্তোরাঁ থেকে।

ওই রেস্তোরাঁয় গিয়ে না জেনে মানুষের মাংস খেয়ে এসিছিলেন জনৈক ভদ্রলোক। পরে সত্যিটা জানতে পারলে পুলিশের াকছে অবিযোগ দায়ের করেন তিনি।

ওই ব্যক্তির কথায়, কীসের মাংস বলা না হলেও ২.৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যার দাম ২৫৫ টাকা) টাকা বিল ধরিয়ে দেয়। আমি অবাক হই। জানাতাম না এত টাকা দিয়ে আমি মানুষের মাংস খেয়েছি। নাইজেরিয়ায় নরমাংসভক্ষণপ্রথার উল্লেখ পাওয়া যায়। কিন্তু এই প্রথম কোনও রেস্তোরাঁয় মানুষের মাংস রান্না করে খাওয়ানোর জন্য অভিযুক্ত হল।

English summary
Eatery shut down for selling human meat, 11 people arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X