For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়ার জাভায় ভয়াবহ ভূমিকম্প! বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু

শুক্রবারের পরে ফের ভয়াবহ ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া (Indonesia)। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, জাভায় ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখনও সেখানে কোনও রকমের সুনামি সতর্কতার কথা জানা না গেলেও, কমপক্ষে ২০ জনের ম

  • |
Google Oneindia Bengali News

শুক্রবারের পরে ফের ভয়াবহ ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া (Indonesia)। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, জাভায় ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখনও সেখানে কোনও রকমের সুনামি সতর্কতার কথা জানা না গেলেও, প্রথমে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়াও ৩০০ জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রশাসনের তরফে প্রাথমিক হিসেব

প্রশাসনের তরফে প্রাথমিক হিসেব

ইন্দোনেশিয়ার সিয়াঞ্জুর প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি শুধুমাত্র একটি হাসপাতালের খবর পেয়েছে। সেক্ষেত্রে ২০ জন মারা গিয়েছেন এবং কমপক্ষে ৩০০ জনের চিকিৎসা করা হচ্ছে। এঁদের বেশির ভাগেরই ধ্বংসাবশেষে আটকা পড়ে হাড় ভেঙেছে কিংবা মাথায় আঘাত লেগেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ১০ কিমি নিচে, বাড়ছে মৃতের সংখ্যা

ভূমিকম্পের কেন্দ্রস্থল ১০ কিমি নিচে, বাড়ছে মৃতের সংখ্যা

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিমি নিচে। স্থানীয় সময় ১১ টা ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি হয়। যত সময় গড়াচ্ছে ততই মৃতের সংখ্যা বাড়ছে। শুরুতে ২০ জনের মৃত্যুর খবর জানানো হলেও, পরে তা ৪৪ বলে জানানো হয়। হাজার বাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

ভূমিকম্পে কাঁপছে বিভিন্ন ভবন

ভূমিকম্পের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যদিও এগুলির সত্যতা যাচাই করা যায়নি। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভবনগুলি কাঁপছে। ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকটি ভবনের ছাদ ধসে পড়ার ছবি দেখানো হয়েছে। দেশের আবহাওয়া সংস্থার তরফে বাসিন্দাদের আরও কম্পনের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আবহাওয়া সংস্থার তরফে বলা হয়েছে, তারা লোকজনকে আপাতত বাড়ির বাইরে থাকার আহ্বান জানাচ্ছেন। ভূমিকম্পের পরে সম্ভাব্য আফটার শকের ব্যাপারে সতর্ক করেছেন তারা।

জীবিত ও মৃত ব্যক্তিদের উদ্ধার

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা সিয়ানজুরে ধসে আটকে পড়া দুজনকে উদ্ধার করেছেন। তবে তৃতীয় ব্যক্তি মারা গিয়েছেন। সিয়ান পুলিশ প্রধান ডনি হারমাওয়ান সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা এক মহিলা ও একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছেন। কিন্তু একজনকে তাঁরা মৃত অবস্থায় উদ্ধার করেছেন।

 শুক্রবারেও বড় ভূমিকম্প

শুক্রবারেও বড় ভূমিকম্প

শুক্রবার ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়। তবে সেই ভূমিকম্পে হতাহতের ঘটনা বিশেষ কিছু ছিল না। ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক রিং অফ ফায়ারে হওয়ার কারণে সেখানে ঘন ঘন বড় ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ায় সব থেকে বড় ভূমিকম্পের মাচ্রা ৯.১। যা হয়েছিল ২০০৪ সালের ডিসেম্বরে। ভূমিকম্পের সঙ্গে সুনামিতে ইন্দোনেশিয়াতেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল।

প্যানের সঙ্গে আধার সংযোগ কি এখনও করেননি? সামনের বছর থেকে বড় সমস্যায় পড়তে পারেনপ্যানের সঙ্গে আধার সংযোগ কি এখনও করেননি? সামনের বছর থেকে বড় সমস্যায় পড়তে পারেন

English summary
Earthquake Of Magnitude 5.4 Hits Indonesia's JAVA over 300 injured and atleast 20 died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X