For Quick Alerts
For Daily Alerts
৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এদিন স্থানীয় সময় ১২টা ২৩ মিনিটে ফিলিপিন্সের পোন্ডাগিতান থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

আশঙ্কা থাকলেও এই ঘটনার পর সুনামি সর্তকতা জারি হয়নি। ভূপৃষ্ঠ থেকে অনেকটা গভীরে এই কম্পন অনুভূত হওয়ার কারণে কম্পনের তীব্রতা বেশি হলেও ক্ষয়ক্ষতি শেষ হয়নি বলে জানা গিয়েছে।
ফিলিপিন্স সারাবিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। এই দেশটি প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের মধ্যে অবস্থিত। যেখানে সারা বছর সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়। এছাড়াও এখানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপট বজায় থাকে। এর আগে ১৯৯৬ সালে ফিলিপিন্সে ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ২ হাজার জন মানুষ মারা গিয়েছেন।