For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

একেবারে শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ৫.৪ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জাভাতে। তীব্র এহেন কম্পনে একেবারে লন্ডভন্ড গোটা দেশ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। প্রবল কম্পনে এখনও পর্যন্ত ১৬২

  • |
Google Oneindia Bengali News

একেবারে শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ৫.৪ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জাভাতে। তীব্র এহেন কম্পনে একেবারে লন্ডভন্ড গোটা দেশ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। প্রবল কম্পনে এখনও পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আহত কমপক্ষে ৩২৬ জন।

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২,

যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, তীব্র কম্পনে একাধিক বহু বাড়ি-বহুতল ভেঙে পড়েছে। বহু মানুষ ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে।

বিপর্যয় বাহিনীকে কাজে লাগানো হয়েছে উদ্ধারকাজে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক গোটা দেশজুড়ে। কার্যত ইতিমধ্যে আফটার শকের সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। মানুষজনকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত কোনও রকমের সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেই জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে রাজধানীতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। তবে জাভার গভনর এক বার্তাতে জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে।

শুধু তাই নয়, ৩২৬ জন আহত বলেও জানিয়েছেন তিনি। তবে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাভার গভনর। বলে রাখা প্রয়োজন, ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিমি নিচে। এমনটাই জানাচ্ছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট। শুধু তাই নয়, স্থানীয় সময় ১১ টা ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয় বলেও জানানো হয়েছে।

English summary
Earthquake in Indonesia, death toll increased to 162
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X