For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ১২ তলা বাড়ির যা হাল হল, দেখুন ছবি

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ৬.৪। পূর্ব উপকূল এলাকায় হওয়া এই কম্পনে উঁচু বিল্ডিং পর্যন্ত হেলে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ৬.৪। পূর্ব উপকূল এলাকায় হওয়া এই কম্পনে উঁচু বিল্ডিং পর্যন্ত হেলে গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ফের বুধবার ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এবারে কম্পন হয়েছে হুইলিয়ান শহরে। ঘটনায় মোট ৮ জন মারা গিয়েছেন, আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এমনকী ৬০ জনের উপরে নিখোঁজ বলেও জানা গিয়েছে। আগামী দুই সপ্তাহ আফটার শক চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন ঘটনা ঘটেনি আগে

এমন ঘটনা ঘটেনি আগে

ভূমিকম্পে তাইওয়ানে এমন ক্ষতক্ষতি আগে কখনও হয়নি। অন্তত গত ৪০ বছরে এমন বিপর্যয় সামনে আসেনি বলে বাসিন্দারা জানাচ্ছেন।

তাজ্জব তাইওয়ানবাসী

তাজ্জব তাইওয়ানবাসী

এভাবে বিল্ডিং পড়ে যাচ্ছে অথবা হেলে পড়ছে, এমন দৃশ্য নিজেদের দেশে দেখেননি তাইওয়ানবাসী। হেলে পড়া বিল্ডিংটি কাঁপছিল। ফলে এলাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।

১২ তলা বিল্ডিং

১২ তলা বিল্ডিং

১২ তলা বিল্ডিংটি ৪০-৪৫ ডিগ্রি কোণে ঝুলে পড়েছে। খবর পেয়েই ক্রেন, সিঁড়ি, দমকল এনে উদ্ধার কার্য শুরু হয়। আটক মানুষদের বের করে আনা হয়।

ঘটনাস্থলে রাষ্ট্রপতি

ঘটনাস্থলে রাষ্ট্রপতি

তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইন-ওয়েন বুধবার ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে টুইট করে সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

আফটার শক

আফটার শক

গত রবিবার থেকেই তাইওয়ানে ভূমিকম্প হচ্ছে। তারপরে এতগুলি আফটার শক অনুভূত হয়েছে। সবমিলিয়ে মোট একডজন কম্পনে তাইওয়ান কেঁপে উঠেছে। আগামী দুই সপ্তাহ আফটার শক চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

English summary
Earthquake hits Taiwan, unsettling buildings, disrupts normal life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X