For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভূমিকম্পে নেপালে ১৯০০জনের মৃত্যু, ভারতে ৫৭ জন মৃত

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ২৬ এপ্রিল : সংখ্যাটা কোথায় গিয়ে থামবে এখনও পুরোপুরি বলা যাচ্ছে না। ফি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিথর দেহের সংখ্যা। নেপালে আপাতত মৃতের সংখ্যাটা ১৯০০-তে গিয়ে পৌঁছেছে। আহতের সংখ্যা নিয়ে এখনও সঠিক তথ্য পাওয়া সম্ভব নয় কারণ ধ্বংসস্তুপের মাঝে কোথায় কোন অবস্থায় কে রয়েছেন তা ঠাহর করে ওঠা সম্ভব হচ্ছে না।

<strong>(ছবি) ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য</strong></a> , <a href='আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন" title="(ছবি) ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য , 'আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন" />(ছবি) ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য , 'আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, নেপালে বিপর্যয় মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের আরও দল পাঠানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ভূমিকম্পে নেপালে ১৯০০জনের মৃত্যু, ভারতে ৫৭ জন মৃত


গতকাল নেপালে ভূমিকম্পের ঘটনায় একইসঙ্গে গোটা উত্তর-পূর্ব ও উত্তর ভারত, কলকাতা সহ পশ্চিমবঙ্গেও তীব্র কম্পন অনুভূত হয়।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এই ভূমিকম্প হয় নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৪৮ মাইল দূরের পোখারা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯।

ভূমিকম্পে রাজধানী কাঠমাণ্ডু ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বড় বড় ধস নেমে রাস্তায়। ধূলিস্যাৎ হয়েছে কাঠমাণ্ডুর সুপ্রাচীন ঘড়ি মিনার, ভীমসেন টাওয়ার।

ভূমিকম্পে নেপালে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন কয়েক হাজার মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হচ্ছে। আপাতত ৫৪৬ জন ভারতীয়কে নেপাল থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে।

English summary
Earthquake : 1900 dead in Nepal, 40 in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X