For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিনগ্রহে সত্যিই রয়েছে প্রাণের অস্তিত্ব! নতুন রিপোর্টে হইচই

পৃথিবী কী একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে? সাধারণ জ্ঞানে আমরা তাই জানি। তবে গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। গবেষকদের দাবি, পৃথিবীর মতো দেখতে গ্রহ রয়েছে ব্রহ্মাণ্ডে।

Google Oneindia Bengali News

পৃথিবী কী একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে? সাধারণ জ্ঞানে আমরা তাই জানি। তবে গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। গবেষকদের দাবি, পৃথিবীর মতো দেখতে গ্রহ রয়েছে ব্রহ্মাণ্ডে। সম্প্রতী সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে এই দাবি করেছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনার কথা বলছেন গবেষকরা

পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনার কথা বলছেন গবেষকরা

প্রবন্ধতটির লেখক ও গবেষক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়ন এবং মহাজাগতিক বিজ্ঞান বিষয়ক প্রফেসর এডওয়ার্ড ইয়ং এই বিষয়ে বলেন, "আমরা শুধু পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনার বৃদ্ধির কথা বলেছি প্রবন্ধে। মহাকাশে পাথুরে গ্রহের সংখ্যা প্রচুর যেগুলির সঙ্গে পৃথিবীর সামঞ্জস্য রয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গবেষণায় উঠে এসেছে এই তথ্য

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গবেষণায় উঠে এসেছে এই তথ্য

যেই গবেষণার ভিত্তিতে এই প্রবন্ধটি লেখা হয় সেই দলের নেতৃত্বে ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়ন এবং মহাজাগতিক বিজ্ঞানের স্নাতক স্তরের ছাত্রী অ্যালেক্সান্দ্রা ডয়েল। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রী ও গবেষকরা এই গবেষণায় তাঁকে সাহায্য করে। বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি অবলম্বনে গ্রহাণুর পাথরের নমুনা পরীক্ষা করে এই প্রবন্ধ রচনা করেন।

নিকটতম গ্রহটি ২০০ আলোকবর্ষ দূরে

নিকটতম গ্রহটি ২০০ আলোকবর্ষ দূরে

গবেষকরা জানাচ্ছেন মূলত ছ'টি সাদা ডোয়ার্ফ তারার সৌরজগতে পৃথিবীর মতো এই গ্রহের থাকার সম্ভাবনা রয়েছে। গবেষণায় দেখা গেছে এি সব সৌরজগতে মাধ্যাক্রষণ শক্তি প্রবল হওয়ায় সেখানে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেন থাকার সম্ভাবনা রয়েছে প্রবল। ডয়েল জানান, সব থেকে নিকটতম ডোয়ার্ফ তারার সৌরজগৎটি পৃথিবী ২০০ আলোকবর্ষ দূরে রয়েছে।

ডয়েল আরও জানাচ্ছেন, সাধারণত এই ডোয়ার্ফ তারাগুলোর সৌরজগতে হিলিয়াম ও হাইড্রোজেন থাকে। তবে গবেষণা তাঁরা জানতে পেরেছে যে সেই সব সৌরজগতের গ্রহে রয়েছে অক্সিজেন। কারণ সেখানের পাথরে অক্সিডেশন দেখা গিয়েছে। ডয়েল জানাচ্ছেন, পৃথিবীতেও সমুদ্র ও প্রাণ আসে এই অক্সিডেশনের মাধ্যমেই।

English summary
Earth like planets in the universe possible , says study of UCLA scientists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X