For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌রেল টিকিটের চক্র ফাঁস, দুবাই সহ দুই দেশের সঙ্গে যোগ, গ্রেফতার এক

‌রেল টিকিটের চক্র ফাঁস, দুবাই সহ দুই দেশের সঙ্গে যোগ, গ্রেফতার এক

Google Oneindia Bengali News

সম্প্রতি অবৈধ রেল টিকিটের চক্র ফাঁস করতে গিয়ে বড় পাণ্ডার খোঁজ পেল রেল পুলিশ। আরপিএফের হাতে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মাদ্রাসার শিক্ষিত, সফটওয়্যারের বিকাশ সংক্রান্ত বিষয় শেখানোয় পারদর্শী এক ব্যক্তি। পুলিশ মনে করছে ই–টিকাট চক্রের পাশাপাশি সে জঙ্গিদের আর্থিক সহায়তার সঙ্গেও জড়িত। যার সঙ্গে যোগ রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দুবাইয়ের

‌রেল টিকিটের চক্র ফাঁস, দুবাই সহ দুই দেশের সঙ্গে যোগ, গ্রেফতার এক


আরপিএফের ডিজি অরুণ কুমার জানান, গুলাম মুস্তাফাকে গ্রেফতার করা হয় ভুবনেশ্বর থেকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৬৩ জনের আইআরসিটিসির পরিচয়পত্র এবং ২,৪০০টি এসবিআই শাখা ও ৬০০টি আঞ্চলির গ্রামীণ ব্যাঙ্কের তালিকা। মনে করা হচ্ছে এই ব্যাঙ্কগুলিতে তাঁর অ্যাকাউন্ট ছিল। গত ১০ দিন ধরে গুলামকে জেরা করছে আইবি, স্পেশাল ব্রাঞ্চ, ইডি, এনআইএ, কর্নাটক পুলিশ।

আরপিএফ জানিয়েছে, তার বিরুদ্ধে অর্থ তছরুপ ও জঙ্গিদের আর্থিক সহায়তার মামলা দায়ের হয়েছে। ডিজি জানিয়েছে, এই চক্রের মূল মাথা হল হামিদ আসরাফ। সে প্রতিমাসে ১০–১৫ কোটির বেআইনি ব্যবসা চালায়। সফটওয়্যারের কাজ জানা আসরাফ ২০১৯ সালে গোন্ডা স্কুলের বিস্ফোরণের সঙ্গেও জড়িত এবং এখন সে দুবাই পালিয়ে গিয়েছে।

প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি 'ব্রাজিলের ট্রাম্প' বলসোনারোপ্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি 'ব্রাজিলের ট্রাম্প' বলসোনারো

English summary
Ghulam Mustafa was arrested from Bhubaneswar. He has 563 personal IRCTC IDs, and a list of 2,400 SBI branches and 600 regional rural banks where he is suspected to have accounts, said Railway RPF DG Arun Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X