For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রুত নিয়োগের পরে এবার দ্রুত বিদায়! অর্থনীতির দোহাই দিয়ে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

নতুন বছরে অর্থনীতি অনিশ্চিত। যে কারণে আঠারো হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হবে। এমনটাই জানানো হয়েছে ই-কমার্স সংস্থা আমাজনের তরফে। মহামারীর সময় যেমন দ্রুত নিয়োগ করা হয়েছিল, এবার অর্থনীতির দোহাই দিয়ে কর্মীদের বিদায় দি

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরে অর্থনীতি অনিশ্চিত। যে কারণে আঠারো হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হবে। এমনটাই জানানো হয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের তরফে।

মহামারীর সময় যেমন দ্রুত নিয়োগ করা হয়েছিল, এবার অর্থনীতির দোহাই দিয়ে কর্মীদের বিদায় দিতে চলেছে অনলাইন খুচরো বিক্রির এই জায়ান্ট।

দ্রুত নিয়োগের পরে এবার দ্রুত বিদায়! অর্থনীতির দোহাই দিয়ে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আমাজনের

সিইও অ্যান্ডি জ্যাসি কর্মীদের উদ্দেশে বলেছেন, নভেম্বরের কর্মী ছাঁটাইয়ের পরে ফের তারা ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। প্রসঙ্গত গত নভেম্বরে আমাজন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল।
সিইও অ্যান্ডি জ্যাসি বলেছেন, যাঁদেরকে ছাঁটাই করা হচ্ছে, সেইসব মানুষগুলির পক্ষে মেনে নেওয়া কঠিন। তারা এই সিদ্ধান্তকে হাল্কা ভাবে নিচ্ছেন না বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে যাঁরা প্রভাবিত হয়েছেন, তাঁদের সমর্থনের জন্য কাজ করা হচ্ছে। তাঁদেরকে প্যাকেজের মাধ্যমে অর্থপ্রদান, ট্রানজিশনাল হেলথ ইনসিওরেন্সের সুবিধা ছাড়াও বাইরে কোনও জায়গায় চাকরিতে অন্তর্ভুক্তির সুবিধাও দেওয়া হচ্ছে।

সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, কিছু ছাঁটাই ইউরোপেও হবে। ১৮ জানুয়ারি থেকে কর্মীদের বিষয়টি জানানো হবে। তিনি জানিয়েছেন, এর আগে হঠাৎ ঘোষণা করা হয়েছিল, কেননা একজন সেই তথ্য ফাঁস করে দিয়েছিলেন।

তিনি বলেছেন, গত কয়েক বছরে প্রচুর নিয়োগ করা হয়েছিল। প্রসঙ্গত ২০২০ সালের শুরু থেকে ২০২২ সালের শুরুর মধ্যে সারা বিশ্বে কর্মী সংখ্যা দ্বিগুণ করে ডেলিভারি চাহিদা মেটানো হয়েছিল। কিন্তু অনিশ্চিত অর্থনীতির কারণে এই বছর পর্যালোচনার বিষয়টি আরও কঠিন হয়ে পড়েছে। সিইও বলেছেন, অতীতেও আমাজন অনিশ্চিত ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তারপরেই সংস্থা চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত সেপ্টেম্বরের শেষে আমাজনে কর্মী সংখ্যা ছিল প্রায় ১.৫৪ মিলিয়ন।

এখনও পর্যন্ত আমাজন যে সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে তা এই ই-কমার্স সংস্থায় সব থেকে বেশি।

Weather Update: প্রবল শৈত্যপ্রবাহ, দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নিচে! পরবর্তী ৪৮ ঘন্টার জন্য কমলা সতর্কতাWeather Update: প্রবল শৈত্যপ্রবাহ, দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নিচে! পরবর্তী ৪৮ ঘন্টার জন্য কমলা সতর্কতা

English summary
E commerce company Amazon has announced layoff of more than 18,000 workers due to Uncertain economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X