For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোভিয়েতের পতনের সময় ট্যাক্সি চালিয়ে জীবন ধারণ করতেন প্রেসিডেন্ট পুতিন

সোভিয়েতের পতনের সময় ট্যাক্সি চালিয়ে জীবন ধারণ করতেন প্রেসিডেন্ট পুতিন

  • |
Google Oneindia Bengali News

সোভিয়েত ইউনিয়নের পতনের পর সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না ভ্লাদিমিরর পুতিনের। পেটের দায়ে ট্যাক্সি অবধি চালিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট। এবার এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আনল সেই দেশের সংবাদমাধ্যম রিয়া নভস্তি৷

কী বলছে রিয়া নভস্তির তথ্যচিত্র?

কী বলছে রিয়া নভস্তির তথ্যচিত্র?

রিয়া নভস্তির প্রকাশিত একটি তথ্যচিত্রে দেখা যাচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট বলছেন, 'কিছুক্ষেত্রে আমাকে অতিরিক্ত উপার্জন করতে হত৷ আমি গাড়ি চালিয়ে অতিরিক্ত উপার্জন করতাম। এই ঘটনার কথা বলা মোটেও সুখকর নয়, তবে এটাই বাস্তব।'

সোভিয়েতের পতন নিয়ে আক্ষেপ করেন পুতিন!

সোভিয়েতের পতন নিয়ে আক্ষেপ করেন পুতিন!

সংযুক্ত সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে আক্ষেপ প্রকাশ করতেও দেখা যায় পুতিনকে। তাঁর মতে সেই ঘটনার মাধ্যমেই ঐতিহাসিক রাশিয়ার পতন ঘটেছিল। তবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘিরে পুতিনের এই বক্তব্য নতুন কিছু নয়। আজ থেকে তিন দশক আগেও পুতিন বলেছিলেন, অধিকাংশ নাগরিকের কাছে এই পতন অস্বাভাবিক, ট্যাজেডি৷ এই পতনের মাধ্যমে কমিউনিস্ট রাশিয়া পুঁজিপতি দেশে পরিণত হয়েছিল। দেশজুড়ে অর্থনৈতিক অস্থিরতা দেখা গিয়েছিল৷ দেশের সর্বক্ষণের সেবক পুতিনও হতাশ হয়ে পড়েছিলেন। পুতিনের কথায়, এই পতন বিংশ শতকের সবচেয়ে বড় জিও-পলিটিক্যাল বিপর্যয়।

পুতিন ফের সোভিয়েত তৈরি করতে চান?

পুতিন ফের সোভিয়েত তৈরি করতে চান?

সম্প্রতি পুতিনের বিরুদ্ধে বিক্ষুব্ধ রাশিয়ার রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সেই দেশের বিরোধীরা দাবি করছেন, পুতিন ইউক্রেন আক্রমণের মাধ্যমে ফের সোভিয়েত ইউনিয়ন স্থাপন করতে চান। যদিও প্রশাসনিক স্তরে এই দাবি একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, বিনা প্ররোচনায় কোনও দেশকেই আক্রমণ করবে না মস্কো। কিভ কিংবা অন্যান্য দেশ উস্কাতে এলে সেক্ষেত্রে প্রত্যুত্তর দেবে।

একাধিকবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির তকমা জিতেছেন পুতিন!

একাধিকবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির তকমা জিতেছেন পুতিন!

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় বারবার উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্টের নাম৷ একাধিকবার আমেরিকা চিন জার্মান সব বিশ্বের শক্তিশালী দেশের রাষ্ট্রপতিদের টপকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির তকমা ছিনিয়ে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার পেছনে রয়েছে একাধিক কারণও। ২০১২ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন পুতিন, তবে তার আগেও ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী এবং ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত দেশটির রাষ্ট্রপতি হিসেবে শক্তিশালী শাসকের ভূমিকা পালন করেছেন পুতিন৷

মার্শাল আর্টে পারদর্শী পুতিন বিশ্বের ভয়ঙ্কর যোদ্ধাদের একজন!

মার্শাল আর্টে পারদর্শী পুতিন বিশ্বের ভয়ঙ্কর যোদ্ধাদের একজন!

শুধু শক্তিশালী রাষ্ট্রনায়কই নন, পাশাপাশি মার্শাল আর্টেও পারদর্শী পুতিন৷ ষাটোর্ধ রাশিয়ার প্রেসিডেন্ট এখনও যুবকদের মতোই স্বতঃস্ফূর্ত। শোনা যায় এখনও তিনি নিয়মিত মার্শাল আর্টের চর্চা করে থাকেন৷ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে পুতিন এখনও যে কোনও মানুষের জন্য শক্তিশালী প্রতিপক্ষ।

English summary
A media report claims that during the collapse of the Soviet Union, President Putin made his living driving a taxi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X