For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছে দুবাইয়ের ১৪ হাজার স্কোয়ার ফিটের পাম ফাউন্ডেশন

Google Oneindia Bengali News

বিশ্বের সবচেয়ে বড় ফোয়ারা সকলের সামনে নিয়ে আসতে একেবারে প্রস্তুত দুবাই। আগামী ২২ অক্টোবর এই ফোয়ারা উদ্বোধন করা হবে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। এই ফোয়ারাটি দুবাইয়ের বিনোদনমূলক জীবনযাত্রা ও রেস্তোরাঁর গন্তব্য পয়েন্টেতে অবস্থিত। এটি সমুদ্রের জলের ১৪,০০০ স্কোয়ার ফিট জুড়ে রয়েছে এবং ফোয়ারার এক–একটা জলের উচ্ছাস ১০৫ মিটার লম্বা এবং রয়েছে তিন হাজার এলইডি আলোর সমারোহ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছে দুবাইয়ের ১৪ হাজার স্কোয়ার ফিটের পাম ফাউন্ডেশন


নাখিল মলের ম্যানেজিং ডিরেক্টর ওমর খুরি বলেন, '‌আমরা এই অনুপ্রেরণার আশায় রয়েছি যে এই ফোয়ারার আকর্ষণে পয়েন্টেতে পাম জুমেরাহের বাসিন্দাদের, আমাদের খুচরো বিক্রেতাদের, পর্যটক ও অন্যান্য সম্প্রদায়কে এখানে একত্রিত করবে।’ দুবাই ফেস্টিভ্যাল এবং রিটেল এস্টাবালিশমেন্টের সিইও আহমেদ আল খাজা এ প্রসঙ্গে জানান, দুবাইয়ের বিশ্বখ‌‌্যাত দর্শনীয় স্থানের তালিকায় অবিশ্বাস্য এই পাম ফোয়ারার নামও যোগ করা হল, যা এই দুবাইবাসী ও দর্শকদের মধ্যে কৌতুহল সৃষ্টি করবে।

পাম ফাউন্টেন ২০ টি অনুরোধের শো এবং এর সঙ্গে প্রতিদিন পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে শো দেখানো হবে। সূর্যাস্ত থেকে মধ্যরাত পর্যন্ত (‌সকাল ৭টা থেকে রাত ১২টা)‌ প্রতিদিন এই শো চলবে। ফোয়ারার সঙ্গে সঙ্গে খলিজি, পপ, ক্লাসিক, আন্তর্জাতিক সহ অন্যান্য গান চালানো হবে। প্রত্যেক শোয়ের সময় তিন মিনিট করে এবং তা প্রতি আধা ঘণ্টা অন্তর অন্তর দেখানো হবে।

বে‌‌জিং ওয়াটার টেকনোলজির চেয়ারম্যান শিন শু বলেন, '‌আমরা পাম ফোয়ারার এই নকশা, গঠন ওঅপারেশনের অংশ হতে পেরে গর্বিত। চিনের অনতম ফোয়ারা বিশেষজ্ঞ হিসাবে এই প্রকল্পটি মাদের কাছে অনন্য ছিল কারণ আমাদের বহু দক্ষতা দেখানোর সুযোগ ছিল এখানে।’‌ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার শ্যাডি গাড জানিয়েছেন যে দুবাইয়ের আকর্ষণীয় স্থানের তালিকায় বহুদিন এই ফোয়ারা নাম থাকবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গের জন্য কোন সতর্কবার্তা বঙ্গোপসাগরে নিম্নচাপের জের! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গের জন্য কোন সতর্কবার্তা

English summary
dubais 14000 square foot palm fountain to set guinness world records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X