For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামাকজাত দ্রব্য, সফট ড্রিঙ্কে বসানো হচ্ছে 'সিন ট্যাক্স'

আরব আমিরশাহীতে গিয়ে এনার্জি ড্রিঙ্ক অর্ডার করলে আপনাকে একশো শতাংশ 'সি ট্যাক্স' দিতে হবে।

  • |
Google Oneindia Bengali News

সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে এনার্জি ড্রিঙ্ক অর্ডার করলে আপনাকে একশো শতাংশ 'সি ট্যাক্স' দিতে হবে। তামাকজাত দ্রব্য কিনলেও একই পরিমাণ কর দিতে হবে আপনাকে।

তামাকজাত দ্রব্য, সফট ড্রিঙ্কে বসানো হচ্ছে 'সিন ট্যাক্স'

এদিন পয়লা অক্টোবর থেকে এই নিয়ম চালু হল সংযুক্ত আরব আমিরশাহীতে। সফট ড্রিঙ্ক অর্ডার করলে দিতে হবে ৫০ শতাংশ কর। এমনটাই জানা গিয়েছে সেদেশের সরকার সূত্রে।

বেশ কিছুদিন ধরেই ভাড়ারে টান পড়েছে ইউএই সরকারের। সেই ঘাটতি মেটাতে গত জানুয়ারি মাস থেকে বেশ কিছু পণ্যে ভ্যাট চালু করা হয়। এরপরে এদিন থেকে নতুন কর চালু করা হল।

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ- বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কিছু পণ্যে ভ্যাট চালু করেছে। মধ্যপ্রাচ্যে রেড বুল, এক্সএল, রকস্টারের মতো এনার্জি ড্রিঙ্ক অনেক বিক্রি হয়। এমনকী রেড বুল আমিরশাহীর ক্রিকেট দলেরও অন্যতম স্পনসর। এবার সেই সংস্থার পণ্যেই কর বসাল সৌদি সরকার।

English summary
The United Arab Emirates has begun collecting new "sin" taxes on tobacco products, energy drinks and soft drinks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X