For Quick Alerts
For Daily Alerts
রাশিয়ায় চলন্ত গাড়িতে যৌনমিলন, খাদে পড়ে মৃত ১
রাশিয়ায় নদীর ধারে পিকনিক করছিলেন এক দম্পতি। সেখানে এতটাই মদ্যপান করেন তাঁরা যে শেষে আর হুঁশ ছিল না।
সেই অবস্থাতেই তাদের ইচ্ছে জাগে একে অপরকে ভালোবাসার। তা করলেই গাড়ির মধ্যে ঢুকে যান ওই রাশিয়ান দম্পতি। গাড়ির ভিতরেই যৌন মিলন শুরু করলে আচমকাই চলতে শুরু করে গাড়িটি।

পুলিশ জানিয়েছে, গাড়িটির হ্যান্ডব্রেক লাগানো ছিল না। নেশার ঘোরে মত্ত দম্পতি সেটা খেয়ালও করেননি। যতক্ষণে হুঁশ ফেরে ততক্ষণে গাড়িটি রাস্তায় গড়িয়ে খাদে নদীর জলে পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, নদীর জল হুড়মুড় করে গাড়িতে ঢুকতে শুরু করলে নেশাগ্রস্ত বর কোনওক্রমে বেরিয়ে এসে স্ত্রীকেও টেনে বার করার চেষ্টা করলেও তাঁকে বাঁচাতে পারেননি।
আপাতত স্বামীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।